Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

JHARGRAM DHFWS HIRING 12 NURSES / ঝাড়গ্রাম স্বাস্থ্য বিভাগে ১২ নার্স

Memo No. DH&FWS/JGM/2021

Jhargram District Health & Family Welfare Samiti invites applications for requirement to the following posts on contractual basis.

Post:   Staff Nurse (Child Health-NRC), Staff Nurse (NUHM), Psychiatric Nurse/Staff Nurse (NMHP)

Total Vacancy: 12

Staff Nurse (Child Health-NRC) – 9

Staff Nurse (NUHM) – 2

Psychiatric Nurse/Staff Nurse (NMHP) – 1

Eligibility:

Staff Nurse (Child Health-NRC) –GNM from institute recognized by the Indian Nursing Council. Candidate should have proficiency of local language.Must be registered under West Bengal Nursing Council.

 

Staff Nurse (NUHM) – Completed GNM training course from an institute recognized by the Indian Nursing Council or should have completed B.Sc. Nursing Course. Must be registered under West Bengal Nursing Council.Candidate should have proficiency of local language.

 

Psychiatric Nurse/Staff Nurse (NMHP) – B.Sc. in Psychiatric Nursing / M-Sc. in Psychiatric Nursing / DPN or GNM from any institution recognized by Nursing Council of India or West Bengal Nursing Council with 01 month training in Psychiatric nursing from any recognized institution.

 

Age limit: 40 years as on 01.01.2021

Consolidated Remuneration: Staff Nurse- Rs. 25,000, Psychiatric Nurse- Rs. 28,000

Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)

Last Date of Online Application: 10th January, 2022

Last Date of Receipt of Application: 13th January, 2022 up to 5pm.

……………………………………………………….

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স (চাইল্ড হেলথ-এনআরসি), স্টাফ নার্স (এনইউএইচএম) ও  সাইকিয়াট্রিক নার্স / স্টাফ নার্স (এনএমএইচপি) পদে ১২ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা রাজ্য সরকারের নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জানুয়ারি, ২০২২-এর মধ্যে ও দরখাস্তের প্রিন্ট কপি পাঠাতে হবে ১৩ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টাফ নার্স (চাইল্ড হেলথ-এনআরসি) : জিএনএম পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) স্টাফ নার্স (এনইউএইচএম) : জিএনএম ট্রেনিং কোর্স বা বিএসসি নার্সিং কোর্স  পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) সাইকিয়াট্রিক নার্স / স্টাফ নার্স (এনএমএইচপি): সাইকিয়াট্রিক নার্স পদের বেলায় সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বিএসসি/এমএসসি বা ডিপিএন পাশ হতে হবে৷ স্টাফ নার্স পদের বেলায় নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত জিএনএম পাশ হতে হবে, সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে এক মাসের ট্রেনিং থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : সাইকিয়াট্রিক নার্স – প্রতি মাসে ২৮,০০০ টাকা৷ স্টাফ নার্স – প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে  প্রার্থীর ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)“District Health & Family Welfare Samiti, Jhargram” payable at Jhargram-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর দরখাস্তের প্রিন্ট কপি ও ডিমান্ড ড্রাফট একত্রে একটি খামে ভরে রেজিস্টার্ড / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —To The Office of the Chief Medical Officer of Health, Jhargram, P.O-Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, PIN-721507৷

প্রার্থী বাছাই পদ্ধতি : স্টাফ নার্স (চাইল্ড হেলথ-এনআরসি) ও স্টাফ নার্স (এনইউএইচএম) পদে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ সাইকিয়াট্রিক নার্স / স্টাফ নার্স (এনএমএইচপি) পদে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.wbhealth.gov.in

Official Notification: Click Here

 

Share it :