Memo.no. 144/Rup/N24P
Office of the District Magistrate, North 24 Parganas invites online applications for the following posts.
Post: Accountant, Data Entry Operator.
Total vacancy: 19. Accountant 3, Data Entry Operator 16.
Eligibility: post wise different.
Age limit: within 40 years (as on 01/01/2022).
Salary: post wise different.
Last Date of Online Application: 9 February, 2022.
……………………………………………………………………….
উত্তর ২৪ পরগনা জেলার রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে ১৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা:(১) অ্যাকাউন্ট্যান্ট: বি.কম অনার্স পাশ হতে হবে৷ কম্পিউটার জানা চাই৷ কম্পিউটারে স্প্রেডশিট, ট্যালি ও প্রেজেন্টেশনের কাজ ভালো জানতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ইসি ১, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা চাই৷ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ১, জেনাঃ ইসি ৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, জেনাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ১, তঃজাঃ ১, তঃজা ইসি ২, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ সি ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ইসি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১১,০০০ টাকা৷
সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.north24parganas.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://north24parganas.gov.in/
Get details: Click Here