Advt. no. 03/22
Delhi Subordinate Services Selection Board invites online applications for the following post.
Post: Assistant Engineer (Civil).
Total vacancy: 151.
Eligibility: Degree passed in civil engineering.
Age limit: 18 to 30 years.
Pay scale: 9,300/- to 34,800/-, grade pay 4,600/-.
Last Date of Online Application: 9 February, 2022.
……………………………………………………………………………….
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ পদে ১৫১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে (বিজ্ঞপ্তি নং ০৩/ ২২)৷ নিয়োগ হবে দিল্লি সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে৷ দরখাস্ত করতে হবে অনলানে ৯ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷
দপ্তর অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা- (১) নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (নর্থ ডিএমসি): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(২) সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (সাইথ ডিএমসি): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৩) ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (ইস্ট ডিএমসি): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৯ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(৪) নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির বা উচ্চ দ্বিতীয় শ্রেণির নম্বর সহ ডিগ্রি পাশ বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস (ইন্ডিয়া) থেকে সেকশন এ ও বি এগজামিনেশন পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
(৫) দিল্লি জল বোর্ড (ডিজেবি): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.dsssbonline.nic.in বাwww.dsssb.delhi.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে দুই পর্যায়ের লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://dsssb.delhi.gov.in/content/vacancy-advertised
Get details: Click Here