Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 PERSONNEL IN RESERVE BANK OF INDIA SERVICES BOARD, MUMBAI / রিজার্ভ ব্যাঙ্কে ১৪ কর্মী

Advt. No. 1A/2021-22

Online applications are invited for the following posts in Researve Bank of India Services Board, Mumbai.

Post: Legal Officer in Grade B, Manager (Technical Civil), Manager (Technical Electrical), Library Professionals, Architect in Grade A, Curator.

Total vacancy: 14. Legal Officer in Grade B 2, Manager (Technical Civil) 6, Manager (Technical Electrical) 3, Library Professionals 1, Architect in Grade A 1, Curator 1.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 4 February, 2022 till 6 pm.

………………………………………………………………………………….

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই দপ্তরে লিগ্যাল অফিসার গ্রেড বি, ম্যানেজার, লাইব্রেরি প্রফেশনাল, আর্কিটেক্ট গ্রেড এ, কিউরেটর পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লিগ্যাল অফিসার, গ্রেড বি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ নম্বর) আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে ৬০ শতাংশ নম্বর বা মাস্টার ডিগ্রি পাশ ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে৷ মাস্টার ডিগ্রি পাশ প্রার্থীরা ৩ বছর ও পি.এইচডি ডিগ্রি থাকা প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷

(২) ম্যানেজার, টেকনিক্যাল সিভিল: কমপক্ষে ৬০শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন থাকলে ভালো হয়৷সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷

(৩) ম্যানেজার, টেকনিক্যাল ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গ্র্যাজুয়েশনে পাওয়ার ইলেকট্রনিক্স, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারস, ইলেকট্রনিক মেজারমেন্ট, কমিউনিকেশন থিয়োরি পেপার থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷

(৪) লাইব্রেরি প্রফেশনাল (অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান), গ্রেড এ: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা পাশ, নেট / স্লেট / সেট পরীক্ষায় পাশ, কনটেন্ট ম্যানেজমেন্টে ক্র্যাশ কোর্স করা থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৫) আর্কিটেক্ট, গ্রেড এ: কমপক্ষে ৬০শতাংশ নম্বর সহ আর্কিটেকচারে ডিগ্রি পাশ হতে হবে৷প্রতি সেমেস্টারেই ৬০ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে৷ কাউন্সিল অফ আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে৷ অটো-ক্যাডে কাজ করতে জানতে হবে৷ আর্কিটেকচারে দ্বিতীয় শ্রেণির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৬) কিউরেটর, আরবিআই মিউজিয়াম কলকাতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ইতিহাস / অর্থনীতি / ফাইন আর্টস / আর্কিয়োলজি / মিউজিয়োলজি / নিউমিসমেটিক্স বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কাউন্সিল অফ আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ অস্থায়ী ভাবে পূর্ণ সময়ের জন্য নিয়োগ হবে৷

বেতনক্রম: গ্রেড এ অফিসার পদের বেতনক্রম ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা৷ গ্রেড বি অফিসার পদের বেতনক্রম ৫৫,২০০ টাকা থেকে ৯৯,৭৫০ টাকা৷ কিউরেটর পদের বেলায় বার্ষিক ২৮.২০ লাখ থেকে ৩৩.৬০ লাখ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.rbi.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি), কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি), বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি) ও নিম্নলিখিত বয়ানটি নিজের হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি) স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ______ (name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ৬ মার্চ, ২০২২৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা (কোড ১৫)৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website:  https://www.rbi.org.in/home.aspx

Get detailsClick Here

Share it :