Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Notice of Examination for Combined Higher Secondary (10+2) Level Examination, 2021 / এস.এস.সি ১+২ লেভেল পরীক্ষার মাধ্যমেকয়েক হাজার ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর

Staff Selection Commission invites online applications for the following posts through Combined Higher Secondary Level Examination,2021.

Post: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Postal Assistant (PA)/ Sorting Assistant, Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’.

Eligibility: Candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University. For Data Entry Operator (DEO Grade ‘A’) in the Office of Comptroller and Auditor General of India (C&AG): 12th Standard pass in Science stream with Mathematics as a subject from a recognized Board or equivalent.

Age limit: 18 to 27 Years (as on 01/01/2022).

Salary:  post wise different.

Last Date of Online Application: 7th March, 2022 till 11 pm.

………………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যালয়ে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং  অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : লোয়ার ডিভিশনাল ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং  অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২৫,৫০০ টাকা থেকে ৪১,১০০ টাকা, ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) পদের ক্ষেত্রে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০  টাকা ও ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড ‘এ’-এর বেলায় ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷  শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পট্রোলার অ্যান্ড অডিটর অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীকে অঙ্ক সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটে  ৭ মার্চ, ২০২২ রাত ১১ টার মধ্যে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নিজের যাবতীয় তথ্যপ্রমাণ দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে ২০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজ  ও ৪ সেমি x ২ সেমি মাপের কাগজে প্রার্থীর সই ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড কোনো জায়গায় লিখে রাখতে হবে৷ ওই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে এরপর অনলাইন দরখাস্ত পূরণ করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা  অনলাইনে নেট ব্যাঙ্কিং/ক্রেডিট /ডেবিট কার্ডের মাধ্যমে ৮ মার্চ, ২০২২ রাত ১১টার মধ্যে জমা করতে পারবেন অথবা অফলাইনে চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় ১০ মার্চ, ২০২২ এর মধ্যে জমা দিতে হবে৷ চালান ৯ মার্চ, ২০২২ এর মধ্যে ডাউনলোড করে নিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অনলাইনে ফি নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই জমা দিতে পারবেন৷ দরখাস্ত যথাযথভাবে পূরণের পর সিস্টেম জেনারেটেড  অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি:প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন ‘কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১+২)’ এক্সামিনেশন, ২০২১-এর মাধ্যমে৷ পরীক্ষা হবে দুটি ধাপে৷ কোড সহ পূর্ব ভারতের পরীক্ষা কেন্দ্রগুলি হল — কলকাতা (৪৪১০), আসানসোল (৪৪১৭), বর্ধমান (৪৪০৪), দুর্গাপুর (৪৪২৬), কল্যাণী (৪৪১৯), শিলিগুড়ি (৪৪১৫), গ্যাংটক (৪০০১), রাঁচি (৪৪০৫), বালাসোর (৪৬০১), বেরহামপুর (ওড়িশা) (৪৬০২), পোর্ট ব্লেয়ার (৪৮০২), বোকারো (৪২০১), হাজারিবাগ (৪২০৪), জামশেদপুর (৪২০৭), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), ঢেঙ্কানল (৪৬১১), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯)৷ ১ ঘণ্টা সময় সীমার ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ে— ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ (২৫ প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (২৫ প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড- বেসিক অ্যারিথমেটিক স্কিল (২৫ প্রশ্ন, ৫০ নম্বর),  জেনারেল অ্যাওয়ারনেস (২৫ প্রশ্ন, ৫০ নম্বর)৷ পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০নম্বর কাটা হবে৷ পরীক্ষা হবে চলতি বছরের মে মাস নাগাদ৷ সফল হলে দ্বিতীয় পর্র্যয়ের পরীক্ষা হবে৷ ১ ঘণ্টা সময় সীমার ১০০ নম্বরের ডেসক্রিপটিভ পেপারে ২০০-২৫০ শব্দের মধ্যে প্রবন্ধ লেখা ও ১৫০-২০০ শব্দের মধ্যে পত্র / দরখাস্ত লিখতে হবে৷ এই পেপারে ৩৩% নম্বর পেলে সফল হওয়া যাবে৷ এরপর হবে স্কিল টেস্ট / টাইপিং টেস্ট৷ ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য স্কিল টেস্ট হবে৷ কম্পিউটারে ঘণ্টায় ৮০০০ কী ডিপ্রেশন থাকতে হবে৷ ১৫ মিনিটের এই টেস্টে ইংরেজিতে প্রিন্টেড ম্যাটার দেওয়া হবে৷ স্কিল টেস্ট/ টাইপিং টেস্টে সফল প্রার্থীদের এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://ssc.nic.in/

Get detailshttps://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf

Share it :