Advt. No. 4/22
NTPC Limited invites online applications for the following posts.
Post: Executive (Data Analyst), Executive (Business Development).
Total Vacancy: 3. Executive (Data Analyst) 1, Executive (Business Development) 2.
Eligibility: post wise different.
Age limit: maximum 35 years.
Salary: 90,000 per month.
Last Date of Online Application: 25th February, 2022.
……………………………………………………………………………………………………..
এনটিপিসি লিমিটেড এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) ও এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) পদে ৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ডেটা সায়েন্স / বিজনেস অ্যানালিটিক্স / ডেটা অ্যানালিটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(২) এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ ও এমবিএ / পিজিডিএম পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷
এককালীন বেতন: নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে৷ প্রতি মাসে ৯০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ntpc.co.in বা www.careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত দু’টি ওয়েবসাইট৷
Official Website: https://www.ntpc.co.in/
Get Details: Click Here