Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

DEPT. OF TELECOMMUNICATIONS HIRING YOUNG PROFESSIONALS / কেন্দ্রীয় দপ্তরে ২০ ইয়ং প্রফেশনাল

Department of Telecommunications, Govt. of India, invites applications for the following post.

Post: Young Professionals

Total Vacancy: 20

Eligibility: Degree/PG in concerned disciplines

Age Limit: 32 years

Remuneration: Rs. 60,000

Last Date of Online Application: 23rd February, 2022 till 12pm.

……………………………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দপ্তর ইয়ং প্রফেশনাল পদে ২০ জন নিয়োগ করবে এক বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২ টার মধ্যে৷

ক্যাটেগরি অনুযায়ী যোগ্যতা: (১) ক্যাটেগরি- এ: সাইবার সিকিউরিটি / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / কোয়ান্টাম কম্পিউটিং / আইওটি বিষয়ে স্পেশালাইজেশন সহ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস / সিএস / আইটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি / পিজি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৷

(২) ক্যাটেগরি- বি: এমবিএ / সিএ / আইসিডব্লুএ / সিএফএ পাশ হতে হবে৷ শূন্যপদ:  ৫৷

(৩) ক্যাটেগরি- সি: ল বিষয়ে ডিগ্রি / পিজি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান থাকতে হবে৷ শূন্যপদ:  ৩৷

(৪) ক্যাটেগরি- ডি: ইকনমিকস / স্ট্যাটিসটিক্স বিষয়ে পিজি পাশ হতে হবে বা অপারেশনস রিসার্চে স্পেশালাইজেশন সহ এমবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ:  ৬৷

উল্লিখিত পদগুলিতে প্রার্থীর এমফিল, পি এইচ ডি, অতিরিক্ত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, মুদ্রিত গবেষণাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ সরকারি সংস্থা, সুপরিচিত সংস্থা ও গবেষণা সংস্থায় কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ টেলিকমিউনিকেশন বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://my.forms.app/form/61e53e13d42da26ef87cf707 লিংকের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত (সই সহ), ছবি ও আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে ই-মেল করতে হবে arvindk.jha29@gov.in আইডি-তে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://dot.gov.in/

Official Notification: Click Here

Share it :