Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

MAIL MOTOR SERVICE HIRING 29 STAFF CAR DRIVERS / ডাক বিভাগে ২৯ স্টাফ কার  ড্রাইভার

Mail Motor Service, New Delhi invites applications for the following post.

Post:  Staff Car Driver (Ordinary Grade)

Total Vacancy: 29 (UR:15, SC:3, OBC:8, EWS: 3)

Eligibility: Matriculation, Driving License, Experience, Relevant knowledge.

Age limit: 18 to 27 years

Pay scale: Rs. 19,900 – Rs. 63,200

Last Date of Receipt of Application: 15th March, 2022 till 5pm.

………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীনস্থ মেল মোটর সার্ভিস, নিউ দিল্লি স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে ২৯ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ মার্চ, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷ যোগ্যতা :  মাধ্যমিক পাশ হওয়া আবশ্যক৷ হালকা ও ভারী যান চালানোর বৈধ লাইসেন্স ও কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর ভেহিক্যাল মেকানিজম বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ হোম গার্ড ও সিভিল ভলান্টিয়ার হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ:  ২৯ (জেনাঃ ১৫, তঃজাঃ ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে ২টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে www.indiapost.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত বা গেজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত ১ টি পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে জন্মতারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ড্রাইভিং অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ড্রাইভিং লাইসেন্স, টেকনিক্যাল অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত বা গেজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত প্রতিলিপি ও আরও ১ টি স্বপ্রত্যয়িত বা গেজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত পাসপোর্ট ছবি  একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Delhi” লিখে রেজিস্টার্ড/স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I,  Naraina, New Delhi-110028৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.indiapost.gov.in

Official Notification: Click Here

Share it :