Notification 01/2022
Online applications are invited from unmarried eligible ex-naval apprentices for the post of Tradesman Skilled.
Post: Tradesman Skilled.
Total Vacancy: 1531.
Eligibility: matriculation and should have completed Apprenticeship Training in the relevant trade.
Age limit: 18 to 25 Years.
Pay Scale: 19,900/- to 63,200/-.
Last Date of Submit Application: 20th March, 2022.
……………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় নৌবাহিনী ১৫৩১ জন ‘ট্রেডসম্যান’ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ, ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি জানতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা মেকানিক সঙ্গে আর্মি, নেভি বা এয়ারফোর্সের কোনো টেকনিক্যাল ব্রাঞ্চে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ভারতীয় নেভির ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস সুকল থেকে পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
শাখা অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রিক্যাল ফিটার : ১৬৪ (জেনা: ৬৯, ত:জা: ২৭, ত:উ:জা: ১৪, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬)৷ পাওয়ার ইলেকট্রিশিয়ান /ইলেকট্রিশিয়ান ট্রেডে পাশ হতে হবে৷ (২) ইলেকট্রোপ্লেটার : ১০ (জেনা: ৬, ত:জা: ২, ওবিসি ২)৷ ইলেকট্রোপ্লেটার ট্রেডে পাশ হতে হবে৷ (৩) ইঞ্জিন ফিটার : ১৬৩ (জেনা: ৬৮, ত:জা: ২৮, ত:উ:জা: ১৪, ওবিসি ৩৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬)৷ ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (৪) ফাউন্ড্রি : ৬ (জেনা: ৪, ত:জা: ১, ওবিসি ১)৷ ফাউন্ড্রিম্যান ট্রেডে পাশ হতে হবে৷ (৫) প্যাটার্নমেকার : ৮ (জেনা: ৫, ত:উ:জা: ১, ওবিসি২)৷ প্যাটার্নমেকার / মোল্ডার /ফাউন্ড্রিম্যান ট্রেডে পাশ হতে হবে৷ (৬) আইসিই ফিটার : ১১০ (জেনা: ৪৭, ত:জা: ১৪, ত:উ:জা: ৫, ওবিসি ৩২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ মেকানিক ডিজেল ট্রেডে পাশ হতে হবে৷ (৭) ইন্সট্রুমেন্ট ফিটার : ৩১ (জেনা: ১৮, ত:জা: ৩, ত:উ:জা: ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (৮) মেশিনিস্ট : ৭০ (জেনা: ৩১, ত:জা: ৯, ত:উ:জা: ৪, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ মেশিনিস্ট/টার্নার ট্রেডে পাশ হতে হবে৷ (৯) মিলরাইট ফিটার : ৫১ (জেনা: ২৩, ত:জা: ৮, ত:উ:জা: ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স/মিলরাইট এমটিএমট্রেডে পাশ হতে হবে৷ (১০) পেন্টার : ৫৩ (জেনা: ২৭, ত:জা: ৪, ত:উ:জা: ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ পেন্টার জেনারেল/ পেন্টার এমটিএম ট্রেডে পাশ হতে হবে৷ (১১) প্লেটার : ৬০ (জেনা: ২৮, ত:জা: ৯, ত:উ:জা: ২, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯)৷ শিপরাইট স্টিল / শিট মেটাল ওয়ার্কার ট্রেডে পাশ হতে হবে৷ (১২) পাইপ ফিটার: ৭৭ (জেনা: ৩৩, ত:জা: ১২, ত:উ:জা: ৮, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ পাইপ ফিটার / প্লাম্বার ট্রেডে পাশ হতে হবে৷ (১৩) রেফ্রিজারেটর অ্যান্ড এসি ফিটার: ৪৬ (জেনা: ২০, ত:জা: ৬, ত:উ:জা: ২, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি ট্রেডে পাশ হতে হবে৷ (১৪) টেলর: ১৭ (জেনা: ১১, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ টেলর জেনারেল / টেলর ট্রেডে পাশ হতে হবে৷ (১৫) ওয়েল্ডার: ৮৯ (জেনা: ৩৩, ত:জা: ১৩, ত:উ:জা: ৬, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) / ওয়েল্ডার ট্রেডে পাশ হতে হবে৷ (১৬) র্যাডার ফিটার: ৩৭ (জেনা: ১৯, ত:জা: ৪, ত:উ:জা: ১, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ র্যাডার ফিটার / মেকানিক রেডিয়ো র্যাডার এয়ারক্রাফট / ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (১৭) রেডিয়ো ফিটার: ২১ (জেনা: ৯, ত:জা: ৩, ত:উ:জা: ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ র্যাডার ফিটার / মেকানিক রেডিয়ো র্যাডার এয়ারক্রাফট / ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (১৮) রিগার: ৫৫ (জেনা: ২৬, ত:জা: ৭, ত:উ:জা: ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ রিগার / কার্পেন্টার ট্রেডে পাশ হতে হবে৷ (১৯) শিপরাইট: ১০২ (জেনা: ৪৬, ত:জা: ১৭, ত:উ:জা: ৪, ওবিসি ২৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ শিপরাইট উড / কার্পেন্টার ট্রেডে পাশ হতে হবে৷ (২০) ব্লা্যক স্মিথ: ৭ (জেনা: ৪, ত:জা: ১, ওবিসি ২)৷ ফর্জার অ্যান্ড হিট ট্রিটার / ব্ল্যাকস্মিথ ট্রেডে পাশ হতে হবে৷ (২১) বয়েলার মেকার: ২১ (জেনা: ১০, ত:জা: ৩, ত:উ:জা: ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বয়েলার মেকার ট্রেডে পাশ হতে হবে৷ (২২) সিভিল ওয়ার্কস: ৩৮ (জেনা: ১৭, ত:জা: ৫, ত:উ:জা: ২, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ ম্যাসন বিল্ডিং কনস্ট্রাকটর ট্রেডে পাশ হতে হবে৷ (২৩) কম্পিউটার ফিটার: ১২ (জেনা: ৬, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কম্পিউটার ফিটার / আইটি অ্যান্ড ইএসএম / ইলেকট্রনিক্স মেকানিক / আই অ্যান্ড সিটিএসএম ট্রেডে পাশ হতে হবে৷ (২৪) ইলেকট্রনিক ফিটার: ৪৭ (জেনা: ২২, ত:জা: ৬, ত:উ:জা: ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ ইলেকট্রনিক ফিটার / ইলেকট্রনিক মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (২৫) গায়রো ফিটার: ৭ (জেনা: ৫, ওবিসি ২)৷ গায়রো ফিটার / মেকানিক রেডিয়ো র্যাডার এয়ারক্রাফট ট্রেডে পাশ হতে হবে৷ (২৬) মেশিনারি কন্ট্রোল ফিটার: ৮ (জেনা: ৫, ওবিসি ২)৷ ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (২৭) সোনার ফিটার: ১৯ (জেনা: ১১, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সোনার ফিটার / মেকানিক রেডিয়ো র্যাডার এয়ারক্রাফট / ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (২৭) সোনার ফিটার: ১৯ (জেনা: ১১, ত:জা: ১, ত:উ:জা: ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সোনার ফিটার / মেকানিক রেডিয়ো র্যাডার এয়ারক্রাফট / ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাশ হতে হবে৷ (২৮) ওয়েপন ফিটার: ৪৭ (জেনা: ২০, ত:জা: ৮, ত:উ:জা: ২, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ ওয়েপন ফিটার / ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (২৯) হট ইনসুলেটর: ৩ (অসংরক্ষিত)৷ (৩০) শিপ ফিটার: ১৭ (জেনা: ৮, ত:জা: ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ শিপ ফিটার / পাইপ ফিটার ট্রেডে পাশ হতে হবে৷ (৩১) জিটি ফিটার: ৩৬ (জেনা: ১৮, ত:জা: ৫, ত:উ:জা: ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ জিটি ফিটার / মেকানিক ডিজেল ট্রেডে পাশ হতে হবে৷ (৩২) আইসিই ফিটার ক্রেন: ৮৯ (জেনা: ৩৮, ত:জা: ১৩, ত:উ:জা: ৫, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ আইসিই ফিটার ক্রেন / ক্রেন অপারেটর ওভারহেড (স্টিল ইন্ডাস্ট্রি) / মেকানিক ডিজেল ট্রেডে পাশ হতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ের উপর — জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (১০ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্ঢিটিউড (১০ নম্বর), জেনারেল ইংলিশ (১০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২০ নম্বর), সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক প্রশ্ন (৫০ নম্বর)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.joinindiannavy.gov.in/
Get Details: Click Here
Apply Online: Click Here