Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 MANAGEMENT TRAINEES IN INDIA EXIM BANK / এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট  ট্রেনি

India Exim Bank invites application for the following post.

Post: Management Trainee

Total Vacancy: 25

Eligibility: MBA/PGDBA with specialization in Finance or CA

Age Limit:  25 years as on 30.09.2022

Training Period: 1 year

Stipend:  Rs. 55000

Application Fee: Rs. 600 (Rs. 100 for SC/ST/PWD/EWS/Women candidates).

Last Date of Online Application: 14th March 2022.

……………………………………………………………………………………….

ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্ক ম্যানেজমেন্ট  ট্রেনি পদে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ মার্চ ২০২২-এর মধ্যে৷  যোগ্যতা:  ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন সহ কমপক্ষে ২ বছরের ফুল টাইম এমবিএ  / পিজিডিবিএ বা সিএ পাশ হতে হবে৷ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যজুয়েশন পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ২৮ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৩০ বছরের মধ্যে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৫ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ৪০ বছর ও ওবিসি হলে ৩৮ বছর)-এর মধ্যে৷ শূন্যপদ: জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২, শারীরিক প্রতিবন্ধী ১৷

ট্রেনিং পিরিয়ড ও  স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://ibps.sifyitest.com/iebmtfeb22 ওয়েবসাইটের মাধ্যমে ৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দিষ্ট জায়গায় প্রার্থীর  ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন ছবি (২০০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে ১০ সেমি× ৫ সেমি মাপের “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” ডিক্লেয়ারেশন  (৮০০× ৪০০ পিক্সেল, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ৬০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর ও মহিলা প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে৷ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ কলকাতা সহ দেশের একাধিক শহরে লিখিত পরীক্ষা হবে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় এপ্রিল ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www. eximbankindia.in ওয়েবসাইট৷

Official Website:  www.eximbankindia.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :