Advt. No.EX RECT/2022/01
Oil India Limited, a Navratna Public Sector Undertaking invites applications from Indian Nationals to fill up the following posts in Grade C and Grade B.
Post: Manager, Superintending Engineer, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Security Officer, Senior Officer, Senior Accounts Officer / Senior Internal Auditor.
Total Vacancy: 55.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 15th March, 2022.
…………………………………………………………………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার, সিনিয়র সিকিউরিটি অফিসার, সিনিয়র অফিসার, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার / সিনিয়র ইন্টারন্যাল অডিটর পদে ৫৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ মার্চ, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজার (ইপিআর-এইচআর), গ্রেড সি (পোস্ট কোড ERP 01): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে এসএপি এইচসিএম সার্টিফিকেট থাকতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(২) সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (এনভায়রনমেন্ট), গ্রেড সি (পোস্ট কোড ENV 02): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ এনভায়রনমেন্টালইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায়ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ ২ বছরের ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ২ বছরের মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর হিসেবে ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩৫ বা ৩৭ (পোস্ট গ্র্যাজুয়েট পাশদের বেলায়) ও তঃজাঃ প্রার্থীদের বেলায় ৩৭ বা ৩৯ (পোস্ট গ্র্যাজুয়েট পাশদের বেলায়) বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (ওবিসি এনসিএল ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(৩) সুপারিনটেন্ডিং মেডিক্যাল অফিসার (রেডিয়োলজি), গ্রেড সি (পোস্ট কোড MD 03): রেডিয়ো ডায়াগনসিসে এমডি পাশ হতে হবে সঙ্গে এমআরআই ও কম্পিউটার টোমোগ্রাফির কাজ জানতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর৩৭ বছরের মধ্যে৷শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(৪) সুপারিনটেন্ডিং মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স), গ্রেড সি (পোস্ট কোড MD 04): এমডি (পেডিয়াট্রিক্স) / ডিএনবি (পেডিয়াট্রিক্স) পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(৫) সিনিয়র মেডিক্যাল অফিসার, গ্রেড বি (পোস্ট কোড MD 05): এমবিবিএস পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৬) সিনিয়র সিকিউরিটি অফিসার, গ্রেড বি (পোস্ট কোড SO 06): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৭) সিনিয়র অফিসার (সিভিল), গ্রেড বি (পোস্ট কোড CE 07): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৭ বছর ও ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৮) সিনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল), গ্রেড বি (পোস্ট কোড EE 07): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৭ বছর, ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩০ বছর ও তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৯) সিনিয়র অফিসার (ইনস্ট্রুমেন্টেশন), গ্রেড বি (পোস্ট কোড INS 09): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৭ বছর ও ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩০ বছর ও তঃজাঃ প্রার্থীদের বেলায় ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১০) সিনিয়র অফিসার (মেকানিক্যাল), গ্রেড বি (পোস্ট কোড ME 10): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৭ বছর ও ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩০ বছর ও তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১১) সিনিয়র অফিসার (পাবলিক অ্যাফেয়ার্স), গ্রেড বি (পোস্ট কোড PA 11): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন / সোশ্যাল ওয়ার্ক / রূরাল ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৯ বছর, ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩২ বছর ও তঃজাঃ প্রার্থীদের বেলায় ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১২) সিনিয়র অ্যাকাউন্টস অফিসার / সিনিয়র ইন্টারনাল অডিটর (পাবলিক অ্যাফেয়ার্স), গ্রেড বি (পোস্ট কোড AC 12): আইসিএআই / আইসিএমআই-এর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৯ বছর, ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩২ বছর ও তঃজাঃ প্রার্থীদের বেলায় ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(১৩) সিনিয়র অফিসার (এইচআর), গ্রেড বি (পোস্ট কোড HR 13): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআর / এইচআরডি / এইচআরএম স্পেশালাইজেশন সহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার ওয়েলফেয়ারে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ আইআইএম থেকে এইচআর-এ স্পেশালাইজেশন নিয়ে ২ বছরের পিজিডিএম / এমবিএ পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ মার্চ, ২০২২-এর জেনারেল প্রার্থীদের বেলায় ২৯ বছর, ওবিসি এনসিএল প্রার্থীদের বেলায় ৩২ বছর ও তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.oil-india.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতেসই করে (৫০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / পিএনজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (ট্যাক্স অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা (১০০ নম্বর), গ্রুপ ডিসকাশন (৩০ নম্বর) ও পার্সোনাল ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.oil-india.com/Current_openNew.aspx
Get Details: Click Here