Advt. No. 02/2022
Public Service Commission, West Bengal will hold the West Bengal Civil Service (Executive) etc. Examination, 2022 on the results of which recruitment will be made to the posts in the cadre of West Bengal Civil Service (Exe.) and certain other services and posts.The Commission will hold the West Bengal Civil Service (Executive) etc. Examination, 2022 on the results of which recruitment will be made to the posts in the cadre of West Bengal Civil Service (Exe.) and certain other services and posts.
Post: various post under wbcs cadre.
Eligibility: Graduate (any discipline).
Age limit: for gr. A & C – 21 to 36 years, for gr. B – 20 to 36 years, for gr. D – 21 to 39 years.
Salary: post wise different.
Last Date of Online Application: 24th March, 2022.
…………………………………………………………………………………………….
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের সর্বত্র ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) এক্সামিনেশন, ২০২২ পরীক্ষার মাধ্যমে অফিসার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে৷ গ্রুপ অনুযায়ী নিম্নলিখিত ক্যাডারে অফিসার নিয়োগ হবে: গ্রুপ এ: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ), অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ গল দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস৷ গ্রুপ বি: ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস৷ গ্রুপ সি: সুপারিনটেন্ড্যান্ট – ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম / ডেপুটি সুপারিনটেন্ড্যান্ট – সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার প্রাইস বিজনেস প্র্যাকটিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্ট্রার/ জয়েন্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (ইরিগেশন), চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস৷ গ্রুপ ডি: ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোশাইটি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার (রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩ মার্চ থেকে ২৪ মার্চ, ২০২২ রাত ১২ টার মধ্যে৷
বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ বছর থেকে ৩৬ বছর (গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘সি’ পদগুলির ক্ষেত্রে), ‘বি’ গ্রুপের ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছরের মধ্যে ও ‘ডি’ গ্রুপের ক্ষেত্রে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা বয়সের কোনো ছাড় পাবেন না, তারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন৷ ডব্লুবিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরি হয় এই ৪টি গ্রুপে — গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ‘সি’ ও গ্রুপ ‘ডি’৷ গ্রুপ‘বি’ পদের ক্ষেত্রে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় উচ্চতা ১৬৫ সেমি ও মেয়েদের বেলায় কমপক্ষে ১৫০ সেমি৷
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা দরকার৷ দার্জিলিং জেলার তিন মহকুমা — দার্জিলিং সদর, কালিম্পং ও কার্শিয়াং-এর নেপালি ভাষাভাষী প্রার্থীদের নেপালি ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা দরকার৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpsc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিইজি ফরম্যাটে ২০ কেবি থেকে ৫০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রথমে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে One Time Registration -এ ক্লিক করে ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করলে পরের পেজে যেতে পারবেন৷ তখন যে তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন সেটি ডাউনলোড করে নেবেন৷ সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফর্ম একবারই ডাউনলোড করতে পারবেন৷ ফর্ম ডাউনলোড করার সময় Back Button-এ ক্লিক করলে ওই রেজিস্ট্রেশন ফর্মটি আবার মডিফাই করতে পারবেন৷ Confirm Button-এ ক্লিক করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন৷ এই আইডি ও পাসওয়ার্ড প্রার্থীর নিজস্ব ই-মেল আইডিতেও পাঠানো হবে৷ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কোনো পরীক্ষার জন্য অনলাইনে One Time Registration করে থাকলে নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না৷ সেক্ষেত্রে তাদের শুধুমাত্র পরীক্ষার ফি দিলে হবে৷ যারা প্রথমOne Time Registration করে আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন তারা ওই আইডি ও পাসওয়ার্ড দিয়েLogin -এ গিয়ে ক্লিক করলে ৬টি ট্যাব পাবেন৷ সেখানে Important Information ও Scheme and Syllabus -এ গিয়ে বিস্তারিত তথ্য পাবেন৷ এবার I have read the above mention caution-এ গিয়ে ক্লিক করে Next -এ গিয়ে ক্লিক করলে Personal Details পাবেন৷ ওখানে স্ক্যান করা ছবি ও সই আপলোড করতে হবে৷ এরপর Exam Specific পাবেন সেখানে ক্লিক করে পরীক্ষা কেন্দ্র, ভাষা, ঐচ্ছিক ভাষা সিলেক্ট করতে হবে৷ এরপব Next Button -এ ক্লিক করলে পাবেন৷ তখন সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ এবার দরখাস্তের ফি ২১০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না) দিতে হবে৷ ফি অফলাইনে জমা দিতে হবে ২৫ মার্চ, ২০২২-এর মধ্যে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্র্সেনালিটি টেস্টের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে – প্রিলিমিনারি পরীক্ষায় (অবজেক্টিভ টাইপ) ও মেইন পরীক্ষা (অবজেক্টিভ ও কনভেনশনাল টাইপ)৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের মেইন পরীক্ষা দিতে হবে ও মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের পার্র্সেনালিটি টেস্টে ডাকা হবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিস-এ ২০০ টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এই সব বিষয়ে — (১) ইংরেজি কম্পোজিশন (২) জেনারেল সায়েন্স (৩) জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী (৪) ভারতের ইতিহাস (৫) পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল (৬) ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি (৭) ভারতের জাতীয় আন্দোলন (৮) জেনারেল মেন্টাল এবিলিটি৷ প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর, সময় আড়াই ঘণ্টা৷ নেগেটিভ মার্কিং আছে৷ উল্লেখিত ৮টি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে৷ ইংরেজি কম্পোজিশন থাকবে৷ ভূগোল বিষয়ে থাকবে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় কৃষি ও প্রাকৃতিক সম্পদ, সামাজিক ও অর্থনৈতিক ভূগোল৷ রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ে রাষ্ট্রপদ্ধতি, পঞ্চায়েতি রাজ, কমিউনিটি উন্নয়ন ও ভারতের পরিকল্পনা বিষয়৷ ভারতের জাতীয় আন্দোলন বিষয়, অষ্টাদশ শতাব্দীর প্রকৃতি ও বৈশিষ্ট্য৷ জেনারেল মেন্টাল এবিলিটি টেস্টে থাকবে লজিক্যাল রিজনিং৷ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ইতিহাসের প্রশ্ন হবে৷ প্রিমিলিনারি পরীক্ষায় নির্দিষ্ট নম্বর থাকলে কোয়ালিফাই করতে পারবেন৷ এতে সফল হলে মেইন পরীক্ষা হবে A, B, C, D চার গ্রুপে৷ এই চারটি গ্রুপেই মেইন-এ ১২০০ নম্বর পরীক্ষায় থাকবে ৬টি আবশ্যিক বিষয়— (১) প্রথম পত্র : বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি— চিঠি লেখা (১৫০ শব্দের মধ্যে) / রিপোর্ট লেখা (২০০ শব্দের মধ্যে), প্রেসি লেখা, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষায় অনুবাদ৷ (২) দ্বিতীয়পত্র : ইংরেজি— চিঠি লেখা (১৫০ শব্দের মধ্যে), রির্র্পেট লেখা (২০০ শব্দের মধ্যে), প্রেসি লেখা, কম্পোজিশন, বাংলা/হিন্দি/উর্দু/নেপালি /সাঁওতালি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ৷ (৩) তৃতীয় পত্র: জেনারেল স্টাডিজ-১ (জাতীয় আন্দোলন সহ ভারতীয় ইতিহাস আর পশ্চিমবঙ্গ সহ ভারতের ভূগোল)৷ (৪) চতুর্থ পত্র : জেনারেল স্টাডিজ-২ (সায়েন্স ও সায়েন্টিফিক ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স)৷ (৫) পঞ্চম পত্র : ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি (রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা ও কার্য)৷ (৬) ষষ্ঠ পত্র : অ্যারিথমেটিক ও টেস্ট অফ রিজনিং৷ প্রতিটি বিষয়ে থাকবে ২০০ নম্বর ও প্রতিটি পেপারে সময় থাকবে ৩ ঘণ্টা৷ আবশ্যিক প্রথম পত্র : বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি আর দ্বিতীয় পত্র: ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের৷ বাকি চারটি আবশ্যিক বিষয়ে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের৷ এর পর হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ A ওB গ্রুপের বেলায় ৪০০ নম্বরের একটি ঐচ্ছিক বিষয় দুটি পেপারে পরীক্ষা হবে৷ প্রতিটি পেপারে থাকবে ২০০ নম্বর৷C ওD গ্রুপের বেলায় ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না৷ মেইন পরীক্ষায় সফল হলে প্রার্থীদের পার্র্সেনালিটি টেস্টে ডাকা হবে৷A ওB গ্রুপের বেলায় ২০০ নম্বরের,C গ্রুপের বেলায় ১৫০ নম্বরের ও D গ্রুপের বেলায় ১০০ নম্বরের পার্র্সেনালিটি টেস্ট হবে৷
কোড সহ ঐচ্ছিক বিষয়গুলি হল : বাংলা 01), হিন্দি 02), সংসৃকত 03), ইংরেজি 04), পালি 05), আরবি 06), পার্সি 07), ফ্রেঞ্চ 08), উর্দু 09), সাঁওতালি 10), কম্প্যারেটিভ লিটারেচার 11), অ্যাগ্রিকালচার 12), পশুপালন ও পশুচিকিৎসা 13), নৃ-তত্ত্ব 14), বটানি 15), রসায়ন 16), সিভিল ইঞ্জিনিয়ারিং 17), বাণিজ্য হিসাবশাস্ত্র 18), কম্পিউটার সায়েন্স 19), অর্থনীতি 20), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 21), ভূগোল 22), জিওলজি 23), ইতিহাস 24), আইন 25), অঙ্ক 26), ম্যানেজমেন্ট 27), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 28), মেডিক্যাল সায়েন্স 29), দর্শন 30), ফিজিওলজি 31), পদার্থবিদ্যা 32), রাষ্ট্রবিজ্ঞান 33), সাইকোলজি 34), সমাজবিদ্যা 35), রাশিবিজ্ঞান 36), জুলজি 37)৷
কোড সহ প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রগুলি হল: কলকাতা 01), বারুইপুর 02), ডায়মন্ড হারবার 03), ব্যারাকপুর 04), বারাসাত 05), হাওড়া 06), চুঁচুড়া 07), বর্ধমান 08), দুর্গাপুর 09), মেদিনীপুর 10), তমলুক 11), বাঁকুড়া 12), পুরুলিয়া 13), ঝাড়গ্রাম 14), সিউরি 15), কৃষ্ণনগর 16), বহরমপুর 17), মালদা 18), বালুরঘাট 19), রায়গঞ্জ 20), জলপাইগুড়ি 21), আলিপুরদুয়ার 22), কোচবিহার 23), শিলিগুড়ি 24), কালিম্পং 25), দার্জিলিং 26)৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের মে মাস৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://wbpsc.gov.in/
Get details: Click Here