Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI) invites applications to recruit Trade Apprentices.
Post: Trade Apprentices
Total Vacancy: 50
Eligibility: 8th/10th with ITI
Age Limit: 16-24 years
Stipend: Rs. 7,000
Last Date of Receipt of Application: 30 March, 2022.
……………………………………………………………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, মেইন্টেন্যান্স মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট)/ ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাফসম্যান (মেকানিক) ট্রেডে ৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩০ মার্চ, ২০২২-এর হিসেবে ১৬ থেকে ২৪ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ মার্চ, ২০২২-এর মধ্যে৷
মোট শূন্যপদ: ৫০ (জেনাঃ ২৩, তঃজাঃ ৯, ওবিসি-এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷
ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) ফিটার: বিজ্ঞান ও অংক-সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০৷
(২) ইন্সট্রুমেন্ট মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১৷
(৩) মেইন্টেন্যান্স মেকানিক (কেমিক্যাল প্ল্যান্ট)/ ফিটার: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০৷
(৪) ইলেকট্রিশিয়ান: বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০৷
(৫) ওয়েল্ডার: অষ্টম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷
(৬) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷
(৭) মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷
(৮) ড্রাফসম্যান (মেকানিক) : বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷
(৯) মেশিনিস্ট: বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
শারীরিক মাপজোক: উচ্চতা ১৩৭ সেমি ও ওজন ২৫.৪ কেজি হতে হবে৷ বুকের ছাতি কমপক্ষে ৩.৮ সেমি প্রসারনক্ষম হতে হবে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার জন্য http://apprenticeship.gov.in পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত করতে হবে A4 সাইজের কাগজে https://bhavini.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আইটিআই সার্টিফিকেট ও মার্কশিট, অভিজ্ঞতার সার্টিফিকেট, কন্ডাক্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র, আধার কার্ড-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR ENGAGEMENT OF TRADE APPRENTICE against Notice No. BHAVINI/HR/TA-I/2022” লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-“Manager, Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI)– Kalapakkam-603102, Chengalpattu District, Tamil Nadu”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ট্রেড কম্পিটেনসির ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://bhavini.nic.in ওয়েবসাইট৷
Official Website: https://bhavini.nic.in
Official Notification: Click Here