Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

KMC RECRUITING 21 JR. ASSISTANTS / কেএমসি’তে ২১ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

Advt. No. 1/2022

West Bengal Municipal Service Commission invites applications for the following post under Kolkata Municipal Corporation.

Post: Junior Assistant

Total Vacancy: 21

Eligibility: HS (Matriculation for sportsperson)

Age Limit: 18 to 40 years as on 01.01.2022

Pay Scale: Level 6

Application Fee: Rs. 200 (Rs. 50 for SC/ST/PWD)

Last Date of Online Application: 13th April 2022.

………………………………………….

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২১ জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেধাবী খেলোয়াড়দের বেলায় মাধ্যমিক পাশ হতে হবে ও অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেট-বল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, খো খো খেলায় আন্তর্জাতিক / জাতীয় / রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ হবে৷ মেধাবী খেলোয়াড়দের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২১[জেনাঃ ৪, জেনাঃ (শারীরিক প্রতিবন্ধী- অন্ধ বা ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন) ১, জেনাঃ (মেধাবী খেলোয়াড়) ১, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী) ৬, তঃজাঃ ২, তঃজাঃ (প্রাক্তন সমরকর্মী) ৩, তঃউঃজাঃ ২, ওবিসি (এ) ১, ওবিসি (বি) ]৷ বেতনক্রম: লেভেল ৬৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷  দরখাস্ত ফি ১৫০ টাকা ও প্রসেসিং চার্জ ৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কেবলমাত্র প্রসেসিং চার্জ) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনালিটি টেস্ট / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.mscwb.org

Official Notification: Click Here

Share it :