Advt. No. 2 of 2022
Advt. No. 3 of 2022
Kolkata Municipal Corporation invites online applications for the following posts.
Post: Deputy Manager, Food Safety Officer.
Total vacancy: Deputy Manager: 3 (UR: 2, SC: 1). Food Safety Officer: 6 (UR: 3, UR PWD: 1, ST: 1, OBC-A 1).
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 16th April, 2022.
…………………………………
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ‘ফুড সেফটি অফিসার’ ও ‘ডেপুটি ম্যানেজার’পদে ৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ মার্চ থেকে ১৬ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফুড সেফটি অফিসার: ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / বায়ো-টেকনোলজি / অয়েল টেকনোলজি / এগ্রিকালচারাল সায়েন্স / ভেটেরিনারি সার্ভিস / বায়োকেমিস্ট্রি / মেডিসিন /মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েট হতে হবে বা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৯ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৬(জেনাঃ ৩, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১১ অনুযায়ী৷
(২) ডেপুটি ম্যানেজার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৭ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১৬ অনুযায়ী৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.mscwb.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ফুড সেফটি অফিসার পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৩০০ নম্বর) ও পার্সোনালিটি টেস্টের (৬০ নম্বর) মাধ্যমে৷ ডেপুটি ম্যানেজার পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৪০০ নম্বর) ও পার্সোনালিটি টেস্টের (৭৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.mscwb.org/home/emp_notice
Get details:
Advt. No. 2 of 2022 Click Here
Advt. No. 3 of 2022