The Staff Selection Commission will hold a competitive examination for recruitment of Multi Tasking (Non-Technical) Staff post and Havaldar in Central Board of Indirect Taxes and Customs (CBIC) and Central Bureau of Narcotics (CBN) under Department of Revenue, Ministry of Finance.
Post: Multi Tasking Staff, Havaldar
Total vacancy: total vacancy will be notified later. as for Havaldar there are 3603 openings.
Eligibility: Matric passed.
Age: post wise different.
Pay scale: as per pay level 1.
Last Date of Online Application: 30th April, 2022 up to 11 pm.
…………………………………………………………………………………………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরে ‘গ্রুপ-‘সি’ মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল)’ ও ‘হাবলদার’ পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ এপ্রিল, ২০২২ রাত ১১টার মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: এমটিএস ও সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স বিভাগে হাবলদার পদের বেলায় ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৪ তারিখের মধ্যে) এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগে হাবলদার ও কিছু এমটিএস পদের বেলায় ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৫ থেকে ১ জানুয়ারি, ২০০৪ তারিখের মধ্যে)৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন (তঃজাঃ / তঃউঃজাঃ – ১৫ বছর, ওবিসি ১৩ বছর)৷ বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিয়ে না করে থাকলে ৩৫ বছর (তঃজাঃ / তঃউঃজাঃ মহিলাদের বেলায় ৪০ বছর) বয়স পর্যন্ত দরখাস্ত করতে পারবেন৷ প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: হাবলদার: ৩৬০৩৷ এমটিএস পদের শূন্যপদ পরে জানানো হবে৷ শারীরিক মাপজোক: হাবলদার পদে আবেদনের জন্য নির্দিষ্ট শারীরিক মাপজোক প্রয়োজন৷ ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তঃউঃজাঃ প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷ বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৫২ সেমি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তঃউঃজাঃ প্রার্থীরা উচ্চতায় ২.৫ সেমি ছাড় পাবেন)৷ ওজন হতে হবে ৪৮ কেজি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তঃউঃজাঃ প্রার্থীরা ওজনে ২ কেজি ছাড় পাবেন)৷ বেতনক্রম : সপ্তম পে কমিশনের লেভেল ১ অনুযায়ী৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন৷ প্রার্থী বাছাই হবে অনলাইনে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (পেপার ১), শারীরিক মাপজোক / সক্ষমতার পরীক্ষা (শুধুমাত্র হাবলদার পদের জন্য) ও ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষার (পেপার ২) মাধ্যমে৷ দু’টি পর্যায়ে পরীক্ষা হবে৷ পেপার-১ পরীক্ষা হবে কম্পিউটার বেসড অবজেক্টিভ এইসব বিষয়ে — জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্ঢিটিউড(২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল ইংলিশ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)৷ সময় ৯০ মিনিট৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে জুলাই, ২০২২ নাগাদ৷ পেপার-১ পরীক্ষায় সফল প্রার্থীদের পেপার-২ পরীক্ষা দিতে হবে৷ দ্বিতীয় পেপারে ইংরেজি বা মাতৃভাষায় রচনা ও চিঠি লিখতে হবে৷ ৫০ নম্বরের পরীক্ষা, সময় ৩০ মিনিট৷ দ্বিতীয় পেপারের পরীক্ষায় প্রার্থীদের পাশ করতে হবে তবে এই পেপারে প্রাপ্ত নম্বর মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ধরা হবে না৷ হাবলদার পদের ক্ষেত্রে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে৷ ছেলেদের বেলায় ১৫ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড়, ৩০ মিনিটের মধ্যে ৮ কিমি সাইকেল চালাতে হবে৷ মেয়েদের বেলায় ২০ মিনিটের মধ্যে ১ কিমি দৌড়, ২৫ মিনিটের মধ্যে ৩ কিমি সাইকেল চালাতে হবে৷ সিবিআইসি বিভাগে হাবলদার নিয়োগের বেলায় সাইক্লিং টেস্ট দিতে হবে না৷ এই পরীক্ষায় ইন্টারভিউ হয় না৷ ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্রগুলি হল -কলকাতা (কোড ৪৪১০), কল্যাণী (কোড ৪৪১৯), দুর্গাপুর (কোড ৪৪২৬), বর্ধমান (কোড ৪৪০৪), আসানসোল (কোড ৪৪১৭), শিলিগুড়ি (কোড ৪৪১৫), গ্যাংটক (কোড ৪০০১), সম্বলপুর (কোড ৪৬০৯), রৌরকেলা (কোড ৪৬১০), ঢেঙ্কানল (কোড ৪৬১১), কটক (কোড ৪৬০৫), ভুবনেশ্বর (কোড ৪৬০৪), বেরহামপুর (ওডিশা) (কোড ৪৬০২), বালাসার (কোড ৪৬০১), রাঁচি (কোড ৪২০৫), পোর্ট ব্লেয়ার (কোড ৪৮০২)৷
অর্থনেতিকভাবে পিছিয়ে পড়া শ্রেনিদের সংরক্ষণ Economically Weaker Section Reservation) ঃ- অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি তারাই যারা তপশিলি ও ওবিসি ক্যাটাগরির নন ও রয়েছে এই সকল শর্ত -(১) পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে৷ (২) পারিবারিক আয় বলতে বেতন, কৃষি, ব্যবসা, পেশা ইত্যাদি সবকিছু রয়েছে৷ (৩) যে বছর আবেদন করছেন তার আগের অর্থ বছরের পারিবারিক আয় দিতে হবে৷ (৪) ৫ একর কৃষি জমি বা ১ হাজার স্কোয়ার ফিট বা তার ওপরের আবাসন বা মিউনিসিপ্যালিটিতে ১০০ স্কোয়ার ইয়ার্ড বা তার ওপরের রেসিডেন্সিয়্যাল প্লট বা মিউনিসিপ্যালিটি ছাড়া অন্যান্য জায়গায় ২০০ স্কোয়ার ইয়ার্ড বা তার ওপরের রেসিডেন্সিয়্যাল প্লট থাকলে এই শ্রেণিতে পড়বেন না৷ (৫) বার্ষিক আয় ও সম্পদের সার্টিফিকেট নিতে হবে এসডিও / ডিএম / এডিএম / কালেক্টর / ডেপুটি কমিশনার / এডিসি / প্রথম শ্রেণির স্টাইপেন্ডডারি ম্যাজিস্ট্রেট / এস ডি এম / তালুক ম্যাজিস্ট্রেট / এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট / এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার / চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট / এ সি পি এম / প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট বা তহসিলদারের ওপরের পদমর্যাদার রেভিনিউ অফিসারের থেকে৷ রেজিস্ট্রেশন করার শেষ তারিখের মধ্যে আয় ও সম্পদের সার্টিফিকেট নিয়ে নিতে হবে৷
আবেদন : দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে https://ssc.nic.in৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নিজের যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয়৷ প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি) ও সই (১০ থেকে ২০ কেবি) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড কোনো জায়গায় লিখে রাখতে হবে৷ ওই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে অনলাইন দরখাস্ত পূরণ করতে হয়৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ভিম ইউপিআই বা ক্রেডিট / ডেবিট কার্ডের মাধ্যমে অথবা নগদে এসবিআইয়ের যে কোনো শাখায় চালানের মাধ্যমে জমা দিতে হবে৷ অনলাইনে ফি জমা দিতে হবে ২ মে, ২০২২ রাত ১১টার মধ্যে ও অফলাইনে ফি জমা দিতে হবে ৪ মে, ২০২২ ব্যাঙ্কিং কার্যকালের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ssc.nic.in/
Get details: Click Here