Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

ECIL RECRUITING 1625 JR. TECHNICIANS / ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ১৬২৫ জুনিয়র টেকনিশিয়ান

Advt. No. 13/2022

Electronics Corporation of India Limited is inviting applications for recruitment to the following post on contractual basis.

Post:  Junior Technician

Total Vacancy: 1625 (Electronics Mechanic – 814, Fitter – 627, Electrician – 184).

Eligibility: Candidate should have passed ITI (2 years) in the trades of Electronics Mechanic / Electrician / Fitter. In addition, one year Apprenticeship (NAC issued by Ministry of Skill Development) is mandatory. One-year post qualification experience in manufacturing, production, quality, material management in an industrial establishment will be added advantage.

Age limit: 30 years as on 31.03.2022

Consolidate Contract Pay: 1st Year – Rs. 20,480; 2nd Year -Rs. 22,528; 3rd Year- Rs. 24,780

Last Date of Online/Receipt of Application: 11th April, 2022 up to 2pm.

………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জুনিয়র টেকনিশিয়ান পদে চুক্তির ভিত্তিতে ১৬২৫ জন নিয়োগ করবে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে প্রার্থীর দক্ষতা ও সংস্থার প্রয়োজনীয়তা বিচার করে চুক্তির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ এপ্রিল, ২০২২ দুপুর ২-টোর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স মেকানিক / ইলেকট্রিশিয়ান / ফিটার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে, সঙ্গে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা আবশ্যক। কোনো শিল্পপ্রতিষ্ঠানে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, কোয়ালিটি, মেটেরিয়াল ম্যানেজমেন্ট ক্ষেত্রে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স: ৩১ মার্চ, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিক্স মেকানিক: ৮১৪ (জেনাঃ ৩২৬, তঃজাঃ ১৩০, তঃউঃজাঃ ৫৭, ওবিসি ২২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮১)৷ (২) ইলেকট্রিশিয়ান: ১৮৪ (জেনাঃ ৭৪, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৫০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮)৷ (৩) ফিটার: ৬২৭ (জেনাঃ ২৫২, তঃজাঃ ১০০, তঃউঃজাঃ ৪৪, ওবিসি ১৬৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬২)৷

এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ২০,৪৮০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ২২,৫২৮ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ২৪,৭৮০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর  প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.ecil.co.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :