Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NOTIFICATION OF INDIAN ECONOMIC SERVICE / INDIAN STATISTICAL SERVICE EXAMINATION, 2022 / ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস/ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস ২০২২

The Union Public Service Commission will hold the Indian Economic Service / Indian Statistical Service 2022 on 24th June, 2022.

Total vacancy: 53. Indian Economic Service: 24, Indian Statistical Service: 29.

Eligibility: Post graduate in Economics / Applied economics / Business Economics / Economics / Statistics / Mathematical Statistics / Applied Statistics.

Age: 21 to 30 years old (as on 01/08/2022).

Last Date of Online Application: 26th April, 2022 till 6 pm.

………………………………………………………

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশন, ২০২২ -এর মাধ্যমে ৫৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে  অনলাইনে ২৬ এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্স / বিজনেস ইকোনমিক্স / ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস-এর জন্য দরখাস্ত করবেন৷ স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস-এর জন্য দরখাস্ত করবেন৷ শূন্যপদ: ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস: ২৪, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস: ২৯৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটে৷  এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে পাসপোর্ট মাপের রঙিন ছবি আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ২০০ টাকা জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড বা ভিসা/মাস্টার/রুপে ক্রেডিট কার্ড-এর মারফত অথবা অফলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখায় নগদে৷ যারা অফলাইনে নগদে ফি জমা করতে চাইছেন তাদের সিস্টেম জেনারেটেড পে-ইন স্লিপের মাধ্যমে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের  কোনো ফি দিতে হবে না৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে ২৪ জুন, ২০২২৷ লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে৷ পরীক্ষা হবে এই সব বিষয়ে -(ক) ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিস: পার্ট-ওয়ান পরীক্ষা হবে ৬টি পেপারে৷ জেনারেল ইংলিশ (১০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), জেনারেল স্টাডিজ (১০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), জেনারেল ইকোনমিক্স-১ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), জেনারেল ইকোনমিক্স-২ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), জেনারেল ইকোনমিক্স – ৩  (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), ইন্ডিয়ান ইকোনমিক্স (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা)৷ (খ) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস: পার্ট-ওয়ান পরীক্ষা হবে ৬টি পেপারে৷ জেনারেল ইংলিশ (১০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), জেনারেল স্টাডিজ (১০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), স্ট্যাটিস্টিক্স -১ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), স্ট্যাটিস্টিক্স -২ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), স্ট্যাটিস্টিক্স -৩ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা), স্ট্যাটিস্টিক্স -৪ (২০০ নম্বর, সময় ৩ ঘণ্টা)৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার ৩ সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে৷ ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.upsc.gov.in ও www.upsconline.gov.in ওয়েবসাইট দু’টি৷

Official websitehttp://www.upsc.gov.in

Get details: Click Here

Share it :