Advt. No. 83/2022
Mangalore Refinery and Petrochemicals Limited is inviting applications for recruitment to the following post.
Post: Assistant Engineer & Assistant Executive.
Total Vacancy: 65
Eligibility: BE/BTech/B.Sc. Engineering in respective Engineering streams & Valid GATE-2022 score.
Age limit: 27 years as on 28th May, 2022
Salary: Rs. 50,000
Last Date of Online Application: 28th May, 2022 till 6pm.
……………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড গেট ২০২২ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে ৬৫ জন নিয়োগ করবে৷ ২৮ মে, ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতন হবে প্রতি মাসে ৫০,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ মে, ২০২২ সন্ধ্যা ৬ টা-র মধ্যে
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) কেমিক্যাল: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিক্যাল টেকনোলজি / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / পেট্রোকেমিক্যাল টেকনোলজি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং CH) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ১ টি পদ সংরক্ষিত৷
(২) মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ME) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ১ টি পদ সংরক্ষিত৷
(৩) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং CE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ১ টি পদ সংরক্ষিত৷
(৪) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং EE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) ইনস্ট্রুমেন্টেশন: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ও ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং IE) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ১ টি পদ সংরক্ষিত৷
(৬) কম্পিউটার সায়েন্স: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি CS) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে ১ টি পদ সংরক্ষিত৷
(৭) কেমিস্ট্রি: কেমিস্ট্রি বিষয়ে এমএসসি পাশ বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / অরগ্যানিক কেমিস্ট্রি / ইনরগ্যানিক কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি / পলিমার কেমিস্ট্রি / পেট্রোলিয়াম কেমিস্ট্রি / এনভায়রনমেনটাল সায়েন্স / এনভায়রনমেনটাল কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড এনভায়রনমেনটাল কেমিস্ট্রি / (জেনারেল) কেমিস্ট্রি বিষয়ে স্পেশালাইজেসন সহ সমতুল ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় কেমিস্ট্রি CY) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷
(৮) মেটালার্জি: মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেটালার্জি শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে গেট ২০২২ পরীক্ষায় মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং MT) পেপারে বৈধ স্কোর থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.mrpl.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা করার পর প্রাপ্ত পেমেণ্ট রিসিপ্ঢ দরখাস্ত পূরণের সময় আপলোড করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, সই, গেট স্কোর কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: গেট ২০২২ স্কোর, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Official Website: https://www.mrpl.co.in/careers
Official Notification: Click Here