F.No. 2-1/2022/Rectt.cell/Administrative(CBT)
Applications are invited from the eligible candidates for engagement of following post.
Post: Assistant
Total Vacancy: 462 (ICAR Hqrs.- 71, ICAR Institutes- 391)
Eligibility: Graduate
Age limit: 20-30 years as on 1st June, 2022
Salary: ICAR Hqrs.- Rs. 44,900 + Other Allowances, ICAR Institutes- Rs. 35,400 + Other Allowances
Last Date of Online Application: 1st June, 2022.
……………………………………………
কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬২ জন কর্মী নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-এর হেডকোয়ার্টার ও ইনস্টিটিউটগুলিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ জুন, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ জুন, ২০২২-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
নিয়োগস্থান অনুযায়ী শূন্যপদ ও বেতন: (১) ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটস: ৩৯১ (জেনাঃ ২৩৫, তঃজাঃ ৪১, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৭৯, আর্থিকভাবে অনগ্রসর ২৩, শারীরিক প্রতিবন্ধী ৫)৷ বেতন: ৩৫৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ হেডকোয়ার্টারস: ৭১ (জেনাঃ ৪৪, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৩, শারীরিক প্রতিবন্ধী ৩)৷ বেতন: ৪৪৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.iari.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.iari.res.in
Official Notification: Click Here
Apply Online: Click Here