Advt. No. IGMK/HR (Estt.)/Rect./01/2022
India Government Mint, Kolkata invites online application for the following post.
Post: Engraver, Junior Office Assistant.
Total vacancy: 7. Engraver: 3, Junior Office Assistant: 4.
Eligibility: Post wise different.
Age limit: 18 to 28 years (as on 07/06/2022).
Pay scale: Post wise different.
Last date of online application: 7th June, 2022.
………………………………………………………
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, কলকাতা ‘এনগ্রেভার’ ও ‘জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৭ জুন, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ জুন, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এনগ্রেভার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ফাইন আর্টসে (স্কাল্পচার / মেটাল ওয়ার্কস) ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷ স্কাল্পচার – ১ (ওবিসি), মেটাল ওয়ার্কস – ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৯১০ টাকা থেকে ৮৫,৫৭০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৫৪০টাকা থেকে ৭৭,১৬০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.igmkolkata.spmcil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে নিম্নলিখিত বয়ানচি নিেেজর হতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে —‘I, ____ (Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://igmkolkata.spmcil.com/Interface/Home.aspx
Get Details: Click Here