Advt. no. 02/RC-21
Online applications are invited for the following posts in the district judges court, Jhargram.
Post: English Stenographer, Lower Division Clerk, Process Server, Peon / Night Guard, Sweeper.
Total vacancy: 55. English Stenographer: 1, Lower Division Clerk: 22, Process Server: 1, Peon / Night Guard: 28, Sweeper: 3.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 10th June, 2022 till 11:00 pm.
………………………………………….
ঝাড়গ্রাম জেলা আদালতে পিওন / নাইট গার্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্যুইপার (কর্মবন্ধু), প্রসেস সার্ভার, ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৫৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জুন, ২০২২ রাত ১১টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) পিওন / নাইট গার্ড (গ্রুপ-ডি) : অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার জানতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ৬, জেনাঃ দক্ষ খেলোয়াড় ১, জেনাঃ ইসি ৭, জেনাঃ প্রাক্তন সমরকর্মী ২, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ২, তঃজাঃ ২, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ১, তঃউঃজাঃ ১, তঃউঃজাঃ ইসি ১, ওবিসি-এ ৩, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ইসি ১)৷ বেতনক্রম : ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের (১০) মাধ্যমে৷
(২) লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে টাইপ করতে জানতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৬, জেনাঃ ইসি ৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৪, তঃজাঃ ইসি ১, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ১, ওবিসি-এ ১, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ১, ওবিসি বি ইসি ১)৷ বেতনক্রম : ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩) স্যুইপার (কর্মবন্ধু) (গ্রুপ-ডি) : বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ইসি ১, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ২)৷ বেতনক্রম : ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৪) প্রসেস সার্ভার (গ্রুপ-সি) : অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার জানতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৫) ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি (গ্রুপ-বি): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম : ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে নিম্নলিখিত যে কোনো একটি ওয়েবসাইটে https://www.calcuttahighcourt.gov.in, https://district.ecourts.gov.in/jhargram, https://www.jhargram.gov.in৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি অনলাইনে জমা দিতে হবে৷ পদ অনুযায়ী ফি হল নিম্নরূপ – পিওন / নাইট গার্ড: ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৪০০ টাকা), প্রসেস সার্ভার: ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৫০০ টাকা), লোয়ার ডিভিশন ক্লার্ক: ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৫০০ টাকা), ইংলিশ স্টেনোগ্রাফার: ৮০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৬০০ টাকা)৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইটগুলি৷
Official website: https://www.calcuttahighcourt.gov.in/Notices/district-recruiment-notice
Get details: Click Here