North-East Frontier Railway is going to recruit 5636 Apprentices in its various units.
Post: Apprentice
Total Vacancy: 5636
Eligibility: 10th, ITI in relevant trades
Age Limit: 15 to 24 years as on 1st April, 2022
Training Period: 1 year
Stipend: As per Govt. rules.
Last Date of Online Application: 30th June, 2022 till 10:00pm
……………………………………….
নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার সহ বিভিন্ন ইউনিটে মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, লাইনম্যান, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স, কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন, পেইন্টার, টার্নার, ফিটার স্ট্রাকচারাল ট্রেডে ৫৬৩৬ জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ জুন, ২০২২ রাত ১০ টা-র মধ্যে৷ যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মী ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে নির্দিষ্ট নিয়মানুযায়ী স্টাইপেন্ড পওয়া যাবে৷
ট্রেড, ইউনিট ও ডিপার্টমেন্ট অনুযায়ী শূন্যপদ: (ক) আলিপুরদুয়ার ইউনিট (এপিডিজে)- মোট শূন্যপদ: ৫২২ (জেনাঃ ২৬৪, তঃজাঃ ৭৮, তঃউঃজাঃ ৪১, ওবিসি ১৩৯)৷ এর মধ্যে ৫২ টি পদ প্রাক্তন সমরকর্মী ও ২১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) ওয়েল্ডার: ১০৷ (২) ফিটার: ৪০৷ (৩) ডিজেল মেকানিক: ২০৷ (৪) ইলেকট্রিশিয়ান: ২০৷ (৫) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ২০৷ II) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ১১৬৷ (২) লাইনম্যান: ৩০৷ III) এস অ্যান্ড টি- (১) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স: ৬০৷ IV) ইঞ্জিনিয়ারিং- (১) কার্পেন্টার: ২০৷ (২) প্লাম্বার: ১০৷ (৩) পেইন্টার: ২০৷
(খ) কাটিহার ডিভিশন অ্যান্ড টিডিএইচ ওয়ার্কশপ ইউনিট (কেআইআর)- মোট শূন্যপদ: ৯১৯ (জেনাঃ ৪৬৪, তঃজাঃ ১৩৬, তঃউঃজাঃ ৭৩, ওবিসি ২৪৬)৷ এর মধ্যে ৯২ টি পদ প্রাক্তন সমরকর্মী ও ৩৭টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) মেশিনস্ট: ২০৷ (২) ওয়েল্ডার: ৫০৷ (৩) ফিটার: ১০০৷ (৪) ডিজেল মেকানিক: ২০০৷ (৫) ইলেকট্রিশিয়ান: ৬০৷ (৬) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৩৫৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ২৫৷ II) টিডিএইচ ওয়ার্কশপ (মেকানিক্যাল)- (১) মেশিনস্ট: ৫৷ (২) ওয়েল্ডার: ১০৷ (৩) ফিটার: ১০৷ (৪) ইলেকট্রিশিয়ান: ৫৷ (৬) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১০৷ III) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ১২৫৷ (২) লাইনম্যান: ৩৩৷ IV) এস্যান্ডটি- (১) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স: ৬০৷ (ঝ) ইঞ্জিনিয়ারিং- (১) কার্পেন্টার: ৩৫৷ (২) প্লাম্বার: ১৫৷ (৩) ম্যাসন: ১০১৷ (৪) পেইন্টার: ২০৷
(গ) রঙ্গিয়া ইউনিট (আরএনওয়াই)- মোট শূন্যপদ: ৫৫১ (জেনাঃ ২৭৭, তঃজাঃ ৮৫, তঃউঃজাঃ ৪২, ওবিসি ১৪৭)৷ এর মধ্যে ৫৫টি পদ প্রাক্তন সমরকর্মী ও ২২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) ওয়েল্ডার: ৩০৷ (২) ফিটার: ৭০৷ (৩) ইলেকট্রিশিয়ান: ৩০৷ (৪) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ২০৷ II) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ১৪০৷ (২) লাইনম্যান: ৩১৷ III) এস অ্যান্ড টি- (১) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স: ৬০৷ IV) ইঞ্জিনিয়ারিং- (১) কার্পেন্টার: ৩৫৷ (২) প্লাম্বার: ১৫৷ (৩) ম্যাসন: ৯০৷ (৪) পেইন্টার: ৩০৷
(ঘ) লামডিং ডিভিশন অ্যান্ড এস অ্যান্ড টি ওয়ার্কশপ ইউনিট (এলএমজি) – মোট শূন্যপদ: ১১৪০ (জেনাঃ ৫৭৩, তঃজাঃ ১৭০, তঃউঃজাঃ ৮৮, ওবিসি ৩০৯)৷ এর মধ্যে ১১৪টি পদ প্রাক্তন সমরকর্মী ও ৪৬টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) মেশিনিস্ট: ২০৷ (২) ওয়েল্ডার: ৫০৷ (৩) ফিটার: ১২০৷ (৪) ডিজেল মেকানিক: ১০০৷ (৫) ইলেকট্রিশিয়ান: ৬০৷ (৬) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৪০৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ২৫৷ II) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ১০২৷ (২) লাইনম্যান: ২১৷ III) জিএইচওয়াই স্টেশন/এরিয়া- (১) ইলেকট্রিশিয়ান/টিআরডি: ৫০৷ IV) এস অ্যান্ড টি- (১) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স: ১০০৷ V) এস অ্যান্ড টি ওয়ার্কশপ / এমএলজি (পিএনও)- (১) ফিটার: ৪০৷ (২) মেশিনিস্ট: ৪০৷ (৩) ইলেকট্রিশিয়ান: ৪০৷ (৪) ওয়েল্ডার: ৪০৷ (৫) কার্পেন্টার: ৪০৷ (৬) পেইন্টার: ৪০৷ VI) ইঞ্জিনিয়ারিং- (১) কার্পেন্টার: ৩৫৷ (২) প্লাম্বার: ১০৷ (৩) ম্যাসন: ৮০৷ (৪) পেইন্টার: ৫৭৷ VII)ট্র্যাক মেশিন / এমএলজি- (১) ওয়েল্ডার: ২০৷
(ঙ) তিনসুকিয়া ডিভিশন ইউনিট (টিএসকে)- মোট শূন্যপদ: ৫৪৭ (জেনাঃ ২৭৫, তঃজাঃ ৮২, তঃউঃজাঃ ৪৩, ওবিসি ১৪৭)৷ এর মধ্যে ৫৫ টি পদ প্রাক্তন সমরকর্মী ও ২২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) মেশিনিস্ট: ২০৷ (২) ওয়েল্ডার: ৫০৷ (৩) ফিটার: ১১০৷ (৪) ডিজেল মেকানিক: ৪০৷ (৫) ইলেকট্রিশিয়ান: ৬০৷ (৬) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৩০৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ২৫৷ II) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ৮১৷ (২) লাইনম্যান: ২১৷ III) এস অ্যান্ড টি- (১) ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্যান্স: ৬০৷ IV) ইঞ্জিনিয়ারিং- (১) কার্পেন্টার: ২০৷ (২) প্লাম্বার: ১০৷ (৩) পেইন্টার: ২০৷
(চ) নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস) ইউনিট- মোট শূন্যপদ: ১১১০ (জেনাঃ ৫৫৯, তঃজাঃ ১৬৮, তঃউঃজাঃ ৮৫, ওবিসি ২৯৮)৷ এর মধ্যে ১১১টি পদ প্রাক্তন সমরকর্মী ও ৪৪টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) মেশিনিস্ট: ৪০৷ (২) ওয়েল্ডার: ১৫০৷ (৩) ফিটার: ৩০০৷ (৪) কার্পেন্টার: ১৮৷ (৫) ডিজেল মেকানিক: ৪০৷ (৬) ইলেকট্রিশিয়ান: ১৩৫৷ (৭) পেইন্টার: ৮৷ (৮) টার্নার: ২০৷ (৯) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৬০৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ৭০৷ II) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ৪৬৷ (২) লাইনম্যান: ২১৷ III) ইডব্লুএস/ বিএনজিএন ইউনিট- (১) ওয়েল্ডার: ৬০৷ (২) মেশিনিস্ট: ৬২৷ (৩) ফিটার স্ট্রাকচারাল: ৩০৷ (৪) ফিটার: ২৫৷ (৫) মেশিনিস্ট গ্রিনডার: ৩৮৷ (৭) ইলেকট্রিশিয়ান: ৮৷
(ছ) ডিব্রুগড় ওয়ার্কশপ (ডিবিডব্লুএস) ইউনিট- মোট শূন্যপদ: ৮৪৭ (জেনাঃ ৪২৭, তঃজাঃ ১২৭, তঃউঃজাঃ ৬৪, ওবিসি ২২৯)৷ এর মধ্যে ১১১টি পদ প্রাক্তন সমরকর্মী ও ৪৪টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ I) মেকানিক্যাল- (১) মেশিনিস্ট: ৪০৷ (২) ওয়েল্ডার: ১৫০৷ (৩) ফিটার: ৩০০৷ (৪) কার্পেন্টার: ১৭৷ (৫) ডিজেল মেকানিক: ৪০৷ (৬) ইলেকট্রিশিয়ান: ১৩৫৷ (৭) পেইন্টার: ৭৷ (৮) টার্নার: ২০৷ (৯) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৬০৷ (৭) ইলেকট্রনিক্স মেকানিক: ৭০৷ III) ইলেকট্রিক্যাল- (১) ইলেকট্রিশিয়ান: ৪৮৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ রেজিস্ট্রেশনের সময় ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর দিতে হবে৷ আধার কার্ড না পেলে ২৮ ডিজিটের আধার এনরোলমেন্ট নম্বর দিতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি, সই, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র, এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা এনসিভিটি / এসসিভিটি দ্বারা প্রদত্ত প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ও প্রতি সেমেস্টারের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.nfr.indianrailways.gov.in
Official Notification: Click Here
Apply Online: Click Here