Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL HIRING 123 EMPLOYEES / বেসিলে ১২৩ কর্মী

Advt. No. 150

Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts on contractual basis.

Post: Lower Divisional Clerk, Librarian Gr-III, Stenographer, Junior Warden, Store Keeper, J.E. (Electrical), J.E. (AC & R), Junior Hindi Translator, Yoga Instructor, MSSO Gr-II, Pharmacist, Programmer, Jr. Physiotherapist, Assistant Dietician, MRT, Dental Technician (Mechanic), Jr. Audiologist & Speech Therapist, Mortuary Attendant, Statistical Assistant, Technician (OT), Optometrist, Technician(Radiology), Technicians (Laboratory), Technician (Radiotherapy), Perfusionist, Technician (Radiology), Technician (Laboratory).

Total Vacancy: 123

Eligibility: 10th Class, 10+2, Diploma, Degree, PG, PG Diploma/ Degree (Relevant Discipline).

Salary: Post-wise different

Application Fee: Rs. 750 (Rs. 450 for SC/ST/EWS/ESM/PH candidates.

Last Date of Application: 28th June, 2022

………………………………………………….

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড টেকনিশিয়ানস (ল্যাবরেটরি), লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান (ওটি), এমআরটি, স্টোর কিপার, টেকনিশিয়ান (রেডিওলজি), স্টেনোগ্রাফার, জুনিয়র ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান গ্রেড-III,  জে.ই. (ইলেকট্রিক্যাল), জে.ই. (এসি অ্যান্ড আর), জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, যোগা ইনস্ট্রাক্টর, এমএসএসও গ্রেড-II, ফার্মাসিস্ট, প্রোগ্রামার, জুনিয়র ফিজিওথেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান (মেকানিক), জুনিয়র অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান (রেডিওথেরাপি), পারফিউশনিস্ট, টেকনিশিয়ান (রেডিওলজি), টেকনিশিয়ান (ল্যাবরেটরি), মরচুয়ারি অ্যাটেনডেন্ট, অপ্ঢোমেট্রিস্ট পদে চুক্তির ভিত্তিতে ১২৩ জন নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, বিলাসপুর-এ৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ জুন, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (২) টেকনিশিয়ানস (ল্যাবরেটরি): মেডিকেল ল্যাবরেটরি টেকনোলোজি / মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৩৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫টি শব্দ ও হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ১৮৷ বেতন: ১৮,৭৫০ টাকা৷

(৩) টেকনিশিয়ান (ওটি): ওটি টেকনোলোজিতে বিএসসি বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(৪) এমআরটি: উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগে অগ্রাধিকার) বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট ইন মেডিকেল রেকর্ডস কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ: ১০৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(৫) স্টোর কিপার: ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিস্টিকস বিষয়ে মাস্টার ডিগ্রি বা ইকোনমিক্স / কমার্স / স্ট্যাটিস্টিকস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি ও মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা বা যে কোনো বিষয়ে ডিগ্রি ও মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে৷ শূন্যপদ: ৮৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(৬) টেকনিশিয়ান (রেডিওলজি): রেডিওগ্রাফি বিষয়ে বিএসসি বা বিএসসি (অনার্স) পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(৭) স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিকটেশন নেওয়ার এবং ইংরেজিতে ৫০ মিনিট সময়সীমায় ও হিন্দিতে ৬৫ মিনিট সময়সীমায় ট্রান্সক্রিপশনের গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৫৷ বেতন: ১৮,৭৫০ টাকা৷

(৮) ডেন্টাল টেকনিশিয়ান (মেকানিক): মাধ্যমিক ও ডিপ্লোমা /সার্টিফিকেট ইন ডেন্টাল হাইজিন / ডেন্টাল মেকানিক / ম্যাক্সিলো-ফেসিয়াল প্রস্থেসিস অ্যান্ড অর্থোডেন্টিক অ্যাপ্লায়েন্স পাশ হতে হবে এবং স্বীকৃত ডেন্টাল হাইজিনিস্ট / ডেন্টাল মেকানিক হতে হবে৷ শূন্যপদ: ৪৷ বেতন: ২২,০২০ টাকা৷

(৯) জুনিয়র ওয়ার্ডেন: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা অথবা স্টোর কিপিং / মেটিরিয়ালস ম্যানেজমেন্ট / পাবলিক রিলেশনস / হাউজকিপিং বিষয়ে সার্টিফিকেট / ফর্মাল ট্রেনিং থাকতে হবে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ১৮,৭৫০ টাকা৷

(১০) এমএসএসও গ্রেড-II: সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১১) ফার্মাসিস্ট: ডিপ্লোমা ইন ফার্মাসি পাশ ও স্বীকৃত ফার্মাসিস্ট হতে হবে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ২২,০২০ টাকা৷

(১২) প্রোগ্রামার: বিই/ বিটেক (কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) / এমসিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ৪৪,৯০০ টাকা৷

(১৩) টেকনিশিয়ান (ল্যাবরেটরি): মেডিকেল ল্যাবরেটরি টেকনোলোজি / মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর এবং হিমোডায়ালিসিস বিভাগে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১৪) পারফিউশনিস্ট: বিএসসি ডিগ্রি ও সার্টিফিকেট ইন পারফিউশন টেকনোলজি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১৫) টেকনিশিয়ান (রেডিওলজি): রেডিওগ্রাফি বিষয়ে বিএসসি বা বিএসসি (অনার্স)পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১৬) লাইব্রেরিয়ান গ্রেডIII: বিএসসি ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে এবং/বা লাইব্রেরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১৭) জে.ই. (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(১৮) যোগা ইনস্ট্রাক্টর: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইন যোগা হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (পুরুষ-১, মহিলা-১)৷ বেতন: ৪৪,৯০০ টাকা৷

(১৯) টেকনিশিয়ান (রেডিওথেরাপি): রেডিওথেরাপি টেকনোলজি বিষয়ে ৩ বছরের বিএসসি কোর্স পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রেডিওথেরাপি টেকনোলজি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২০) অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান: এমএসসি (ফুড অ্যান্ড নিউট্রিশন)পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২১) জুনিয়র অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট: স্পিচ অ্যান্ড হিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি পাশ এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত হতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২২) মরচুয়ারি অ্যাটেনডেন্ট: মাধ্যমিক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ বেতন: ১৩,২৯০ টাকা৷

(২৩) জে.ই. (এসি অ্যান্ড আর): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে স্পেশালাইজড কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২৪) জুনিয়র হিন্দি ট্রান্সলেটর: ডিগ্রি লেভেলে ইংরেজি/হিন্দি প্রধান বিষয় হিসেবে নিয়ে হিন্দি/ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ডিগ্রি লেভেলে ইংরাজি আবশ্যিক বিষয় হিসেবে নিয়ে হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ অথবা ইংরেজি ও হিন্দি প্রধান বিষয় হিসেবে নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা যে কোনো একটি ভাষা পরীক্ষার মাধ্যম ও অন্য ভাষা প্রধান বিষয় হিসেবে থাকতে হবে, সঙ্গে হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট পাশ হতে হবে বা হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ২২,০২০ টাকা৷

(২৫) স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট: এমএসসি (স্ট্যাটিস্টিকস) বা এমএ (স্ট্যাট) বা স্ট্যাটিস্টিক্স পেপার সহ ম্যাথস/ইকোনমিক্স/সোশিওলজি বিষয়ে এমএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২৬) জুনিয়র ফিজিওথেরাপিস্ট: ইন্টার (বিজ্ঞান) পাশ হতে হবে ও ফিজিওথেরাপি / অকুপেশনাল থেরাপি বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

(২৭) অপ্ঢোমেট্রিস্ট :  অপথ্যালমিক টেকনিকস বিষয়ে বিএসসি বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম

জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট / লিখিত পরীক্ষা / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.becil.com

Official Notification: Click Here

Share it :