Memo. No. DH&FWS/JGM/2022/1192
District Health & Family Welfare Samiti, Jhargram invites applications for the following posts.
Post: Block Epidemiologist, Clinical Psychologist, Nutritionist (for NRC), District Manager (Public Health), Co-ordinator (Finance & Logistics), Block Data Manager, Block Public Health Manager, Medical Officer, Staff Nurse, Laboratory Technician.
Total Vacancy: 18
Eligibility: Diploma/Graduate/PG in relevant disciplines.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 13/07/2022
Last Date of Receipt of Application: 15/07/2022
……………………………….
ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স, ডিসট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ), ব্লক ডেটা ম্যানেজার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, ব্লক এপিডেমিওলজিস্ট, কো-অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড লজিস্টিকস), ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট (ফর এনআরসি) পদে ১৮ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ জুলাই, ২০২২-এর মধ্যে ও প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ১৫ জুলাই, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম / বিএসসি কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেম্যাটিকস / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৩) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট: রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং সহ দুই বছরের কোর্স করার পর সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে মাস্টার অফ সাইকোলজি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা৷
(৪) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৫) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৬) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৭) কো-অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড লজিস্টিকস): ইন্টার সিএ/ ইন্টার আইসিডব্লুএ / এমকম / এমবিএ (ফিন্যান্স অ্যান্ড লজিস্টিকস) পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৩২,০০০ টাকা৷
(৮) নিউট্রিশনিস্ট (ফর এনআরসি): ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে বিএসসি / এমএসসি পাশ হতে হবে, কমপক্ষে ৬ মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে ও বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে সমর্থ হতে হবে৷ কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এ )৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৯) মেডিকেল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
(১০) ডিসট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ): হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ সহ নার্সিং গ্র্যাজুয়েট / আয়ূষ / ডেন্টাল / এমবিবিএস পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি নিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির বেলায় ৫০ টাকা)“District Health and Family Welfare Samiti, Jhargram, payable at Jhargram”-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ দরখাস্তের প্রিন্ট কপি ও ডিমান্ড ড্রাফট একত্রে একটি খামে ভরে তা স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-Office of the Chief Medical Officer of Health, Jhargram, P.O- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, PIN- 721507৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ স্টাফ নার্স ও মেডিকেল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ কো-অর্ডিনেটর (ফিন্যান্স অ্যান্ড লজিস্টিকস) পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ নিউট্রিশনিস্ট (ফর এনআরসি) ও ডিসট্রিক্ট ম্যানেজার (পাবলিক হেলথ) পদের বেলায় লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: click here