Indian Navy has released notification to recruit Agniveer (SSR) for four years.
Post: Agniveer (SSR)
Eligibility: Qualified in 10+2 examination with Mathematics, Physics and at least one of these subjects: Chemistry/Biology/Computer Science.
Age limit: Born between 01 Nov 1999 – 30 Apr 2005 (both dates inclusive)
Monthly Salary: Rs 30,000
Last date of Online Application: 22nd July, 2022
………………………………………
কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর (এসএসআর) পদে [01/2022 (Nov 22) ব্যাচ] চার বছরের জন্য ২৮০০ জন অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ জুলাই, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ম্যাথমেটিক্স, ফিজিক্স ও কেমিস্ট্রি / বায়োলজি / কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷
বয়স: বয়স হতে হবে ১ নভেম্বর, ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল, ২০০৫-এর মধ্যে৷
শূন্যপদ: ২৮০০ (সর্বাধিক ৫৬০ জন মহিলা সহ)৷
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে ১৫৭ সেমি ও মহিলাদের বেলায় কমপক্ষে ১৫২ সেমি, সঙ্গে মানানসই ওজন হতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯ ও চশমা সহ ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৬৷
বেতন: ৩০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে মিলবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ কমন সার্ভিসেস সেন্টার থেকে ৬০ টাকা (জিএসটি অতিরিক্ত) প্রদান করেও অনলাইনে দরখাস্ত করা যাবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের জন্য থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়, ২০ বার উঠ-বস, ১২ বার পুশ-আপ এবং মেয়েদের জন্য থাকবে ৮ মিনিটে ১.৬ কিমি দৌড়, ১৫ বার উঠ-বস ও ১০ বেন্ট নি সিট-আপস৷ আইএনএস চিল্কায় ডাক্তারি পরীক্ষা করা হবে৷ নভেম্বর ২০২২ থেকে আইএনএস চিল্কায় অগ্নিবীরদের ট্রেনিং দেওয়া শুরু হবে৷ চার বছরের মেয়াদ শেষে সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে ভারতীয় নৌবাহিনীতে নাবিক পদে (রেগুলার ক্যাডার) স্থায়ীভাবে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.joinindiannavy.gov.in
Official Notification: click here