Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 KALAZAR TECHNICAL SUPERVISORS IN PURBA BARDHAMAN DISTRICT / পূর্ব বর্ধমান জেলায় কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার

Memo. No. CMOH-II/NVBDCP/1786

Office of CMOH, Purba Bardhaman invites applications from female candidates for the following post.

Post: Kalazar Technical Supervisor

Total vacancy:  (UR: 3, SC: 1, ST: 1, OBC-A 1).

Eligibility: Science graduate with Biology. Must have permanent and valid two wheelers driving license.

Age:  50 to 60 years (as on 01/01/2022).

Salary:  22,000/-.

Last Date of Submit Application :  31st August, 2022 till 5 pm.

………………………

পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে ৬ জন ‘কালাজ্বর টেকনিক্যাল সুপারভাইজার’ নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে ৩১ আগস্ট, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: বায়োলজির কোনো বিষয় সহ বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) এনইএফটি’র মাধ্যমে নিম্নলিখিত অ্যাকাউন্টে জমা দিতে হবে -DISTRICT HEALTH & FAMILY WELFARE SAMITY (NON NHM), Bank A/C No. 0187132000008, IFSC – CNRB0000187৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ফি জমা দেবার রসিদ একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে বা ক্যুরিয়ার /রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে-To The Office of the CMOH, Ground Floor, Dy. CMOH-II section, Khosbagan, Shyam Sayar East, Near Harisabha Hindu Girls School, Purba Bardhaman, Pin – 713101৷খামের উপর বাঁ দিকে আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: Click Here

 

Share it :