Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CSIR-IICB, KOLKATA RECRUITING 17 ASSISTANTS & STENOGRAPHERS / আইআইসিবি, কলকাতায় ১৭ অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার

Advertisement Number: R&C/550/2021

Advertisement Number: R&C/555/2021

CSIR- Indian Institute of Chemical Biology, Kolkata is inviting applications for the following posts.

Post: Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (Finance & Accounts), Junior Secretariat Assistant (Stores & Purchase), Junior Stenographer.

Total vacancy: 17

Eligibility: 12th, Proficiency in computer typing.

Age limit: Junior Secretariat Assistant – 28 years, Junior Stenographer – 27 years (as on 24th Aug, 2022)

Salary Per Month:  Junior Secretariat Assistant – Rs. 30000 (Approx.), Junior Stenographer – Rs. 38000 (Approx.).

Last date of online application: 24th Aug, 2022

Application fee: Rs. 100 (SC/ST/Female/PWD category candidates are exempted)

………………………….

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কলকাতা দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফার পদে ১৭ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ আগস্ট, ২০২২ থেকে ২৪ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)[ভ্যাকেন্সি কোড: ৫৫০২১০]: উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা ও কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে৷ বয়স:  ২৪ আগস্ট, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতন: প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা৷

(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পারচেস)[ভ্যাকেন্সি কোড: ৫৫০২১০]: উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে টাইপ করার সক্ষমতা ও কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে৷ বয়স:  ২৪ আগস্ট, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতন: প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা৷

(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)[ভ্যাকেন্সি কোড: ৫৫০২১০]: উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে গতিতে টাইপ করার সক্ষমতা ও কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে৷ বয়স:  ২৪ আগস্ট, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতন: প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা৷

(৪) জুনিয়র স্টেনোগ্রাফার [ভ্যাকেন্সি কোড: ৫৫৫২১০]: উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে, সঙ্গে স্টেনোগ্রাফির কাজে দক্ষ হতে হবে৷ বয়স:  ২৪ আগস্ট, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতন: প্রতি মাসে প্রায় ৩৮,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://iicb.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা  দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিকভাবে প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি×৩.৫ সেমি, ১৪×৬০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা সই (১৪×৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে নীল বা কালো কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি× ৩ সেমি, ২৪×২৪০ পিক্সেল, ২০ কেবি-৫০ কেবি সাইজের মধ্যে), নিজের হাতে লেখা ডিক্লেয়ারেশন “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” (১০ সেমি× ৫ সেমি, ৮০×৪০০ পিক্সেল, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুইটি পেপারে৷ পেপার-১ পরীক্ষা হবে ৯০ মিনিট সময়সীমায় নেওয়া হবে মেন্টাল এবিলিটি টেস্ট (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর)৷ কোনো নেগেটিভ মার্কিং নেই৷ ১ ঘণ্টা সময়সীমার পেপার-২ পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর) ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং রয়েছে৷ জুনিয়র স্টেনোগ্রাফার পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে৷ ২ ঘণ্টায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে  জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং রয়েছে৷ কম্পিউটারে ১০ মিনিট সময়কালে প্রতি মিনিটে ইংরিজিতে বা হিন্দিতে ৮০টি শব্দ ডিকটেশন নেওয়ার গতি থাকতে হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://iicb.res.in

Official Notification: click here

 

Share it :