Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5 POSTS OF SUB-REGISTRAR ARE VACANT IN THE KOLKATA MUNICIPAL CORPORATION / কলকাতা পৌরসভায় ৫ সাব রেজিস্ট্রার

Advt. No. 11 of 2022

Online applications are invited from eligible candidates for the following post.

Post: Sub-Registrar.

Total vacancy: 5 (UR: 2, UR PWD: 1, SC: 1, ST: 1).

Eligibility:  BHMS / DHMS/ DMS passed.

Age: within 45 years (as on 01/01/2022).

Pay Scale:  pay level 14 of the matrix of ROPA 2019 and other allowances.

Last Date of Online Application : From 5th August, 2022 to 4th September, 2022.

…………………………..

কলকাতা পৌরসভার স্বাস্থ্য দপ্তরে ৫ জন ‘সাব রেজিস্ট্রার’ নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৫ আগস্ট, ২০২২ থেকে ৪ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  হোমিওপ্যাথি মেডিসিনে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ অর্থাৎ বিএইচএমএস / ডিএইচএমএস / ডিএমএস পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ২, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷  বেতনক্রম: পে লেভেল ১৪ অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.mscwb.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে  নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.mscwb.org/home/emp_notice

Get details: Click Here=

Share it :