HQ Central Command is inviting applications for the following posts.
Post: Barber, Chowkidar, Safaiwali, Tradesman Mate
Total vacancy: 96
Eligibility: Matriculation or equivalent
Age-limit: 18 to 25 years as on 19/09/2022
Pay-scale: Level-1
Last Date of Receipt of Application: 19/09/2022
………………………………
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হেড কোয়ার্টার সেন্ট্রাল কমান্ড বার্বার, চৌকিদার, সাফাইওয়ালি, ট্রেডসম্যান মেট পদে ৯৬ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম লেভেল-১৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷
(২) চৌকিদার : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷
(৩) সাফাইওয়ালি : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷
(৪) ট্রেডসম্যান মেট : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷
পদ ও ইউনিট অনুযায়ী শূন্যপদ: (১) বার্বার বিএইচ, লখনউ : ৩ (তঃজাঃ ১, ওবিসি ২)৷ (২) বার্বার এমএইচ, এলাহাবাদ : ১ (অসংরক্ষিত)৷ (৩) বার্বার এমএইচ, দেরাদুন : ২ (অসংরক্ষিত)৷ (৪) বার্বার এমএইচ, ফতেগড় : ১ (অসংরক্ষিত)৷ (৫) বার্বার এমএইচ, ফৈজাবাদ : ১ (অসংরক্ষিত)৷ (৬) বার্বার এমএইচ, মহু : ১ (অসংরক্ষিত)৷ (৭) বার্বার এমএইচ, রানীখেত : ১ (অসংরক্ষিত)৷ (৮) বার্বার এমএইচ, জববলপুর : ২ (অসংরক্ষিত)৷ (৯) চৌকিদার, ১৬১ এমএইচ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ (১০) চৌকিদার, বিএইচ লখনউ : ২ (ওবিসি)৷ (১১) চৌকিদার, সিএমডিসি লখনউ : ১ (অসংরক্ষিত)৷ (১২) চৌকিদার, এমএইচ দানাপুর: ১ (ওবিসি)৷ (১৩) চৌকিদার, এমএইচ ফৈজাবাদ : ১ (অসংরক্ষিত)৷ (১৪) চৌকিদার, এমএইচ ফতেগড় : ২ (অসংরক্ষিত)৷ (১৫) চৌকিদার, এমএইচ গয়া : ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ (১৬) চৌকিদার, এমএইচ মহু : ১ (তঃউঃজাঃ)৷ (১৭) চৌকিদার, এমএইচ রানীখেত : ২ (অসংরক্ষিত)৷ (১৮) চৌকিদার, এমএইচ রুরকি : ৪ (জেনাঃ৩, তঃউঃজাঃ ১)৷ (১৯) চৌকিদার, এমএইচ বারাণসী : ১ (ওবিসি)৷ (২০) চৌকিদার, এমএইচ বেরিলি : ১ (অসংরক্ষিত)৷ (২১) সাফাইওয়ালি, ১৬১ এমএইচ : ৩ (অসংরক্ষিত)৷ (২২) সাফাইওয়ালি, বিএইচ লখনউ : ১ (অসংরক্ষিত)৷ (২৩) সাফাইওয়ালি, সিএইচ লখনউ : ৪ (তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (২৪) সাফাইওয়ালি, এমএইচ আগ্রা : ১ (অসংরক্ষিত)৷ (২৫) সাফাইওয়ালি, এমএইচ এলাহাবাদ : ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২৬) সাফাইওয়ালি, এমএইচ দানাপুর : ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (২৭) সাফাইওয়ালি, এমএইচ দেরাদুন : ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (২৮) সাফাইওয়ালি, এমএইচ ফৈজাবাদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ (২৯) সাফাইওয়ালি, এমএইচ গয়া : ১ (অসংরক্ষিত)৷ (৩০) সাফাইওয়ালি, এমএইচ মিরাট : ৫ (জেনাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩১) সাফাইওয়ালি, এমএইচ মহু : ১ (ওবিসি)৷ (৩২) সাফাইওয়ালি, এমএইচ নামকুম : ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (৩৩) সাফাইওয়ালি, এমএইচ রামগড় : ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ (৩৪) সাফাইওয়ালি, এমএইচ রুরকি : ৪ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩৫) সাফাইওয়ালি, এমএইচ বারাণসী : ৪ (তঃজাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩৬) ট্রেডসম্যান মেট, সিএইচ লখনউ : ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ (৩৭) ট্রেডসম্যান মেট, হেলথ সেক সি/ও এমএইচ ফৈজাবাদ : ১ (অসংরক্ষিত)৷ (৩৮) ট্রেডসম্যান মেট, হেলথ সেক সি/ও এমএইচ ফতেগড় : ২ (অসংরক্ষিত)৷ (৩৯) ট্রেডসম্যান মেট, হেলথ সেক সি/ও এমএইচ বারাণসী : ১ (ওবিসি)৷ (৪০) ট্রেডসম্যান মেট, হেলথ সেক কুনরাঘাট সি/ও এমএইচ বারাণসী : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৪১) ট্রেডসম্যান মেট, হেলথ সেক সি/ও এমএইচ মহু : ১ (অসংরক্ষিত)৷ (৪২) ট্রেডসম্যান মেট, এমএইচ বেরিলি : ২ (অসংরক্ষিত)৷ (৪৩) ট্রেডসম্যান মেট, এমএইচ পাঁচমাড়ি : ১ (ওবিসি)৷ (৪৪) ট্রেডসম্যান মেট, এসএইচও বেরিলি : ২ (অসংরক্ষিত)৷ (৪৫) ট্রেডসম্যান মেট, এসএইচও দেরাদুন : ৩ (জেনাঃ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-ফোর সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা ‘Commandant MH Roorkee’-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও বুড়ো আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), জন্মতারিখের প্রমাণপত্র / ডোমিসাইল সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ২টি পাসপোর্ট ছবি ও উল্লিখিত পোস্টাল অর্ডার একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর ‘Application for the post of……………………’ ও ক্যাটেগরি (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- ‘HQ Central Command (BOO-II), Military Hospital Roorkee, Dist.- Haridwar (Uttarakhand). PIN-247667’৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে ক্যাটেগরি লিখে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here