Advt. No. 24/SET
Post: Assistant Professor
Eligibility: Master Degree in relevant subjects
Age-limit: N/A
Last Date of Online Application: 15/09/2022
Exam Date: 08/01/2022
…………………………..
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও জেনারেল ডিগ্রি কলেজগুলিতে স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার মাধ্যমে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে কয়েকশো ছেলেমেয়ে নিয়োগ করবে এই ৩৩টি বিষয়ে – ইংরেজি (কোড01), বাংলা (কোড02), সংস্কৃত (কোড03), হিন্দি (কোড04), উর্দু (কোড05), কমার্স (কোড06), ইকোনমিক্স (কোড07), ইতিহাস (কোড08), ফিলোজফি (কোড09), পলিটিক্যাল সায়েন্স (কোড10), এডুকেশন (কোড11), কেমিক্যাল সায়েন্স (কোড12), ভূগোল (কোড13), লাইফ সায়েন্স (কোড14), ম্যাথমেটিক্যাল সায়েন্স (কোড15), ফিজিক্যাল সায়েন্স (কোড16), সোশিয়োলজি (কোড17), সাইকোলজি (কোড18), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (কোড19), ফিজিক্যাল এডুকেশন (কোড20), ইলেকট্রনিক সায়েন্স (কোড21), কম্পিউটার সায়েন্স (কোড22), হোম সায়েন্স (কোড23), সাঁওতালি (কোড24), মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (কোড25), অ্যানথ্রোপলজি (কোড26), আর্থ সায়েন্সেস (কোড27), মিউজিক (কোড28), আইন (কোড29), নেপালি (কোড30), ম্যানেজমেন্ট (কোড31), আরবি (কোড32), এনভায়রনমেন্টাল সায়েন্স (কোড33)৷
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৫ শতাংশ নম্বর থাকতে হবে৷ যেসব প্রার্থীরা মাস্টার ডিগ্রির চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন, তবে ৫ শতাংশ নম্বর (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী ও রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৫ শতাংশ নম্বর) পেয়ে পাশ না করতে পারলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বিবেচিত হবেন না৷ ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে পিএইচডি ডিগ্রি প্রাপক প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ৫০ শতাং নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ ১৯৮৯ সালের আগে ইউজিসি / সিএসআইআর-এর নেওয়া জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পরীক্ষায় সফলরাও নেট / সেট পরীক্ষায় ছাড় পাবেন৷ ১ জুন, ২০০২-এর আগে ইউজিসি স্বীকৃত সেট পরীক্ষায় সফল প্রার্থীরা ভারতের যেকোনো স্থানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারেন৷ তবে উল্লেখিত তারিখের পরে অনুষ্ঠিত হওয়া সেট পরীক্ষায় সফল প্রার্থীরা শুধুমাত্র নিজের রাজ্যেই আবেদন করতে পারবেন৷
বয়স: বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbcsconline.in ওয়েবসাইটে ১৫ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ৩.৫ সেমি (প্রস্থ)× ৪.৫ সেমি (দৈর্ঘ্য) মাপের রঙিন ছবি (৪ থেকে ৪০ কেবি সাইজ) ও ৩.৫ সেমি (প্রস্থ)× ১.৫ সেমি (দৈর্ঘ্য) মাপের সই (৪ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১,২০০ টাকা (ওবিসি-এনসিএল, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৬০০ টাকা ও তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, রূপান্তরকামী প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত৷ নিজের যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা হবে ৮ জানুয়ারি, ২০২৩৷ প্রথম পেপারের পরীক্ষা হবে ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের৷ ৫০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ে – রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস৷ দ্বিতীয় পেপারের পরীক্ষা ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের৷ ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে চলতি বছরের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে৷ কোডসহ পরীক্ষার কেন্দ্রগুলি হল – কলকাতা (কোড ১১), দক্ষিণ ২৪ পরগণা (কোড ১২), উত্তর ২৪ পরগণা (কোড ১৩), হাওড়া (কোড ১৪), হুগলি (কোড ১৫), পূর্ব বর্ধমান (কোড ১৬), পশ্চিম বর্ধমান (কোড ১৭), বীরভূম (কোড ১৮), বাঁকুড়া (কোড ১৯), পুরুলিয়া (কোড ২০), ঝাড়গ্রাম (কোড ২১), পূর্ব মেদিনীপুর (কোড ২২), পশ্চিম মেদিনীপুর (কোড ২৩), নদিয়া (কোড ২৪), মুর্শিদাবাদ (কোড ২৫), মালদা (কোড ২৬), উত্তর দিনাজপুর (কোড ২৭), দক্ষিণ দিনাজপুর (কোড ২৮), জলপাইগুড়ি (কোড ২৯), আলিপুরদুয়ার (কোড ৩০), কোচবিহার (কোড ৩১), দার্জিলিং (কোড ৩২), কালিম্পং (কোড ৩৩)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbcsconline.in
Official Notification: Click Here
Apply Online: Click Here