Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL IS HIRING 54 PERSONNELS IN VARIOUS POSTS / বেসিলে ৫৪ কর্মী নিয়োগ

Advt. No. 181

Applications are invited for recruitment of following manpower purely on outsource basis for deployment in the office of All India Institute of Ayurveda, New Delhi.

Post:  Medical Officer (Ayurveda), Senior Program Manager (Technical), Public Relation Officer, Junior Program Manager (Technical), Program Manager (Administrative), Yoga Therapist, Staff Nurse, Panchakarma Technician, Audiologist, Ophthalmic Technician/ Optometrist, OT Technician (Ophthalmic), Assistant Library Officer, Panchkarma Attendant.

Total vacancy: 54. Medical Officer (Ayurveda): 8, Senior Program Manager (Technical): 1, Public Relation Officer: 1, Junior Program Manager (Technical): 2, Program Manager (Administrative): 1, Yoga Therapist: 2, Staff Nurse: 12, Panchakarma Technician: 13, Audiologist: 1, Ophthalmic Technician/ Optometrist: 1, OT Technician (Ophthalmic): 1, Assistant Library Officer: 1, Panchkarma Attendant: 10.

Eligibility: post wise different.

Age: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  31st  August, 2022.

………………………………………………….

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড পঞ্চকর্ম টেকনিশিয়ান, পঞ্চকর্ম অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স, জুনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল), প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেটিভ), যোগা থেরাপিস্ট, অডিয়োলজিস্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান / অপ্টোমেট্রিস্ট, ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার, মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ), সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল), পাবলিক রিলেশন অফিসার পদে ৫৪ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-এর দপ্তরে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ আগস্ট, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) পঞ্চকর্ম টেকনিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ  ও পঞ্চকর্ম টেকনিশিয়ানে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (পুরুষ ৪, মহিলা ৮, শালক্য তন্ত্র – মহিলা ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা৷

(২) পঞ্চকর্ম অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ পঞ্চকর্ম থেরাপিস্ট / ম্যাসিওর হিসেবে ৬ মাসের সার্টিফিকেট ও ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (পুরুষ ৫, মহিলা ৫)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,০০০ টাকা৷

(৩) স্টাফ নার্স: বি.এসসি নার্সিং পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা এম.এসসি নার্সিং পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা নার্সিংয়ে ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৭,৫০০ টাকা৷

(৪) জুনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (আয়ুশে গ্র্যাজুয়েশন অগ্রগণ্য) ও এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

(৫) প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেটিভ): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও এমবিএ / পিজিডিএম পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

(৬) যোগা থেরাপিস্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ এম.এ (যোগা) / এম.এসসি (যোগা) পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

(৭) অডিয়োলজিস্ট : অডিয়োলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে ৪ বছরের গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬ টাকা৷

(৮) অপথ্যালমিক টেকনিশিয়ান / অপ্টোমেট্রিস্ট: অপথ্যালমিক টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ ও অপ্টোমেট্রিতে ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬টাকা৷

(৯) ওটি টেকনিশিয়ান (অপথ্যালমিক): অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্সে বি.এসসি পাশ বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ওটি টেকনিশিয়ানে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬ টাকা৷

(১০) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার: এম.লিব পাশ হতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার পদে কোনো সংস্থায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার ও লাইব্রেরি সফটওয়্যারের ভালো কাজ জানতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(১১) মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ): সংশ্লিষ্ট বিষয়ে এমডি আয়ুর্বেদ পাশ হতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (স্ত্রীরোগ ও প্রসুতি তন্ত্র ১, কৌমারভৃত্য ১, পঞ্চকর্ম ২, কায়াচিকিৎসা ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷

(১২) মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ): সংশ্লিষ্ট বিষয়ে এমডি আয়ুর্বেদ পাশ হতে হবে সঙ্গে ১ বছরের ওপিডি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে৷ ক্যান্সার কেয়ারে অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি পাশ ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷

(১৩) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (আয়ুশে গ্র্যাজুয়েশন অগ্রগণ্য) ও এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷

(১৪) পাবলিক রিলেশন অফিসার: আয়ুর্বেদ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ জার্নালিজম / পাবলিক রিলেশন বিষয়ে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে  নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ১৮১৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.becil.com/careers

Get details: Click Here

 

 

Share it :