EXAMINATION NOTICE NO.03/2021-NDA-I
The candidates applying for the examination should ensure that they fulfil all the eligibility conditions for admission to the Examination. Their admission at all the stages of the examination will be purely provisional subject to satisfying the prescribed eligibility conditions.
Post : Officer.
Eligibility: (i) For Army Wing of National Defence Academy :—12th Class pass of the 10+2 pattern of School Education or equivalent examination conducted by a State Education Board or a University.
(ii) For Air Force and Naval Wings of National Defence Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian Naval Academy :—12th Class pass with Physics, Chemistry and Mathematics of the 10+2 pattern of School Education or equivalent conducted by a State Education Board or a University. Candidates who are appearing in the 12th Class under the 10+2 pattern of School Education or equivalent examination can also apply for this examination.
Age : Candidates born not earlier than 02nd July, 2002 and not later than 1st July, 2005 are eligible.
Total Vacancy : 400. (i) National Defence Academy: 370.
(ii) Naval Academy (10+2 Cadet Entry Scheme): 30.
Salary : 56,100 – 1,77,500.
Online Application Closing Date: 19th January, 2021( 6:00 PM).
Website : https://www.upsc.gov.in/
………………………………………………………………………………………………………………
ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী’তে ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (১৪৭ তম কোর্স) অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এক্সামিনেশন (I) (১০৯ তম কোর্স), ২০২১’ পরীক্ষার মাধ্যমে ‘অফিসার’ পদে ৪০০ জন অবিবাহিত ছেলেদের ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে৷
শিক্ষাগত যোগ্যতা: আর্মি শাখার জন্য যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ এয়ার ফোর্স, নেভি ও ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স ও ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ দু’টি ক্ষেত্রেই যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষে দরখাস্ত করতে পারবেন৷ জন্ম তারিখ থাকতে হবে ২ জুলাই, ২০০২ থেকে ১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে৷ প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৯ জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬ টার মধ্যে৷
যোগ্যতা অনুযায়ী পদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি: ৩৭০ (আর্মি ২০৮, নেভি ৪২, এয়ারফোর্স ১২০)৷ ন্যাভাল অ্যাকাডেমি (১+২ ক্যাডেট এন্ট্রি স্কিম): ৩০৷ বেতনক্রম : মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্যা ভাতা৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে ৫৬,১০০ টাকা৷
শারীরিক মাপজোক : আর্মি ও নেভির জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, এয়ার ফোর্সের জন্য ১৬২.৫ সেমি (গোর্র্খা ছেলেরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷ স্বাভাবিক ওজন থাকতে হবে৷ বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি৷ আর্মি ও এয়ার ফোর্সের জন্য দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬ (ভালো চোখে) ও ৬/৯ (খারাপ চোখে)৷ এয়ার ফোর্সের ক্ষেত্রে চশমা থাকলে চলবে না ও যাদের হাইপারমেট্রোপিয়া আছে তাদের জন্য ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য৷ নেভির ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬, অন্য চোখে ৬/৯ ও চশমাসহ দু’চোখে ৬/৬৷ বর্র্ণান্ধতা থাকলে দরখাস্ত করবেন না৷ এয়ার ফোর্সে পাইলট পদের জন্য পায়ের দৈর্ঘ্য হতে হবে ৯৯ সেমি থেকে ১২০ সেমি, থাইয়ের দৈর্ঘ্য ৬৪ সেমির মধ্যে ও বসে থাকা অবস্থায় উচ্চতা চাই ৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি-এর মধ্যে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজি ফরম্যাটে ৩০ কেবি থেকে ৪০ কেবি ফাইল সাইজ ও সই জেপিজি ফরম্যাটে ১০ কেবি থেকে ৪০ কেবি ফাইল সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ভিসা /মাস্টার কার্ড বা রুপে ক্রেডিট/ডেবিট কার্ড-এর মাধ্যমে বা অফলাইনে এসবিআই-এর যে কোনো শাখায় নগদে জমা দিতে হবে৷ অফলাইনে ফি ১৮ জানুয়ারি, ২০২১ এর মধ্যে জমা দিতে হবে৷ অনলাইনে ১৯ জানুয়ারি, ২০২১ পর্যন্ত জমা দেওয়া যাবে৷ তপশিলি সম্প্রদায় ও কর্মরত বা প্রাক্তন সমরকর্মীর ছেলেদের কোনো ফি দিতে হবে না৷ অনলাইনে ফি জমা দিলে ই-রিসিটের এক কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ যথাযথ ভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্র্সেনালিটি ও ইন্টারভিউ টেস্টের মাধ্যমে৷ অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে এই দুটি বিষয়ে- ম্যাথমেটিক্স (কোড ০১)- ৩০০ নম্বর, জেনারেল এবিলিটি টেস্ট (কোড ০২)-৬০০ নম্বর৷ ওএমআর বেসড লিখিত পরীক্ষায় কালো কালির বল পেন ব্যবহার করতে হবে৷ দু’টি পর্বের সময়সীমা আড়াই ঘণ্টা করে৷ লিখিত পরীক্ষা হবে ১৮ এপ্রিল, ২০২১৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হল কলকাতা৷ লিখিত পরীক্ষার পরে হবে ইন্টারভিউ ও পার্র্সেনালিটি টেস্ট৷ দুই পর্বে এই পরীক্ষা হবে৷ প্রথম পর্বের পরীক্ষায় সফল হলে দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য ডাকা হবে৷ পরীক্ষায় সফল হলে প্রথমে ৩ বছরের ট্রেনিং৷ প্রথম আড়াই বছরের ট্রেনিং সবার ক্ষেত্রেই এক হবে৷ সফল প্রার্থীরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বি.এসসি/বি.এসসি (কম্পিউটার) / বি.টেক (এয়ার ফোর্স ও নেভির ক্ষেত্রে) /বিএ ডিগ্রি পাবেন৷ এরপর উইং অনুসারে বিশেষ ট্রেনিং ১+২ ক্যাডেট এন্ট্রি স্কিমের আওতায় প্রশিক্ষণ প্রাপ্তরা সফলভাবে ট্রেনিং শেষে বি.টেক ডিগ্রি পাবেন৷ ন্যাভাল অ্যাকাডেমির জন্য বাছাই প্রার্থীদের এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ৪ বছর, আর্মির জন্য বাছাই প্রার্থীদের দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১ বছর ও এয়ার ফোর্সের জন্য বাছাই প্রার্থীদের হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে দেড় বছরের প্রশিক্ষণ দেওয়া হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২ জানুয়ারি, ২০২২ থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://www.upsc.gov.in/ ওয়েবসাইট।
Click Here To Download The Official Notification : Get Details