Army Welfare Education Society invites online applications to fill up the following posts.
Post: TGT, PGT, PRT.
Eligibility: post wise different.
Age limit: for Fresh Candidates Below 40 years, for Experienced Candidates Below 57 years Minimum 5 years’ experience in the appropriate category in the last 10 years.
Last Date of Online Application: 5 October, 2022.
……………………….
আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি পরিচালিত দেশের ১৩৬টি আর্মি পাবলিক স্কুলের ‘শিক্ষক’ পদে কয়েকশো ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতার যোগ্যতা নির্ধারক পরীক্ষা অনলাইন স্ক্রিনিং টেস্ট, ২০২২ অনুষ্ঠিত হবে ৫ ও ৬ নভেম্বর, ২০২২৷ দরখাস্ত করা যাবে অনলাইনে ৫ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷ এই পরীক্ষায় সফল প্রার্থীরা দেশের সব আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করবেন৷ তবে সফল হলেই নিয়োগ হবেন না৷ বিভিন্ন স্কুলে তাদের প্রয়োজন মতো শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দিলে তখন সফল প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ এই পরীক্ষার স্কোর কার্ড ফল ঘোষণার দিন থেকে ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২৩-এর হিসেবে নতুন প্রার্থীদের বেলায় ৪০ বছরের মধ্যে ও অভিজ্ঞ প্রার্থীদের বেলায় ৫৭ বছরের মধ্যে৷ গত ১০ বছরের মধ্যে কমপক্ষে ৫ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদেরই অভিজ্ঞ প্রার্থী গণ্য করা হবে৷ অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য সিটেট / টেট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক নয়৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার : নিয়োগ হবে এই সকল বিষয়ে ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেক, সাইকোলজি, কমার্স, কম্পিউটার সায়েন্স ইনফরমেটিক্স, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন৷ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি ও বি.এড পাশ হতে হবে৷ পিজিটি কম্পিউটার সায়েন্স বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / আইটি’তে বি.ই / বি.টেক পাশ অথবা যে কোনো শাখায় বি.ই / বি.টেক পাশ সঙ্গে কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ পাশ হতে হবে অথবা বি.এসসি (কম্পিউটার সায়েন্স) / বিসিএ পাশ সঙ্গে কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ হতে হবে৷ হিন্দি ও ইংরেজি ভাষায় শিক্ষকতা করায় দক্ষ হতে হবে৷ পিজিটি ইনফরমেটিক্স প্র্যাকটিস বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / আইটি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স / আইটি) / এমসিএ পাশ হতে হবে অথবা ম্যাথমেটিক্স / ফিজিক্স / স্ট্যাটিসটিক্স বিষয়ে এম.এসসি পাশ এবং বি.এসসি (কম্পিউটার সায়েন্স) / বিসিএ পাশ বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা আইটি / পিজিডিসিএ পাশ হতে হবে অথবা ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ হতে হবে৷ পিজিটি ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বিপিএড / বিপিই বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ চার বছরের ইন্টিগ্রেটেড বিপিএড / বিপিএড ডিগ্রি পাশ হতে হবে৷ এম.পি.এড ডিগ্রি পাশ করা আবশ্যক৷
(২) ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার : নিয়োগ হবে এই সকল বিষয়ে ইংরেজি, হিন্দি, সংসৃকত, সোশ্যাল স্টাডিজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, কম্পিউটার সায়েন্স৷ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাং নম্বরসহ ৩ বছরের গ্র্যাজুয়েট বা চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স বা ৫৫ শতাংশ নম্বরসহ পোস্ট গ্র্যাজুয়েট এবং বি.এড / এম.এড পাশ হতে হবে৷ সিটেট / টেট পাশ হতে হবে৷ ইংরেজি মাধ্যমে শিক্ষাদানে দক্ষ হতে হবে৷ কম্পিউটার জানলে ভালো হয়৷ টিজিটি ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ অথবা কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে জাতীয় / রাজ্য বা বিশ্ববিদ্যালয় স্তরের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে অথবা কমপক্ষে ৪০ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট সঙ্গে এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে অথবা ৩ বছরের বি.পি.এড ডিগ্রি পাশ হতে হবে অথবা গ্র্যাজুয়েট সঙ্গে স্পোর্টস সায়েন্স / স্পোর্টস ম্যানেজমেন্ট / স্পোর্টস কোচিং / যোগা / অলিম্পিক এডুকেশন / স্পোর্টস জার্নালিজম বিষয়ে ১ বছরের ট্রেনিং প্রোগ্রাম পাশ করতে হবে৷ কমপক্ষে ১ বছর সময়সীমার বি.পি.এড ডিগ্রি পাশ করা আবশ্যক৷
(৩) প্রাইমারি টিচার : কমপক্ষে ৫ শতাং নম্বরসহ গ্র্যাজুয়েট ও বি.এড / ডি.এলএড পাশ হতে হবে৷ সিটেট / টেট পরীক্ষা পাশ হতে হবে৷ ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করায় দক্ষ হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ অথবা কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে জাতীয় / রাজ্য বা বিশ্ববিদ্যালয় স্তরের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে অথবা কমপক্ষে ৪০ শতাংশ নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট সঙ্গে এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে অথবা ৩ বছরের বি.পি.এড ডিগ্রি পাশ হতে হবে অথবা গ্র্যাজুয়েট সঙ্গে স্পোর্টস সায়েন্স / স্পোর্টস ম্যানেজমেন্ট / স্পোর্টস কোচিং / যোগা / অলিম্পিক এডুকেশন / স্পোর্টস জার্নালিজম বিষয়ে ১ বছরের ট্রেনিং প্রোগ্রাম পাশ করতে হবে৷ কমপক্ষে ১ বছর সময়সীমার বি.পি.এড ডিগ্রি পাশ করা আবশ্যক৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.awesindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
পরীক্ষা পদ্ধতি : ৩ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২০ অক্টোবর, ২০২২ থেকে৷ পরীক্ষা হবে ৫ ও ৬ নভেম্বর, ২০২২৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল- কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.awesindia.com/
Get details: Click Here