Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

50 GRADUATE APPRENTICES IN BEL / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৫০ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

Bharat Electronics Limited invites applications for the following posts.

Post: Graduate Apprentice

Total vacancy: 50

Eligibility:  B.E. / B.Tech in relevant Engineering disciplines.

Age: 25 years as on 30/09/2022.

Training period: 1 year

Stipend: Rs. 11,110

Last Date of Online Application:  19/09/2022

………………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৫০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: ৩০ সেপ্টেম্বর, ২০১৯-এর পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২০৷ (২) কম্পিউটার সায়েন্স (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং): ১০৷ (৩) ইলেকট্রনিকস (ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস): ১০৷ (৪) সিভিল ইঞ্জিনিয়ারিং: ১০৷  সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ১১,১১০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে সংস্থার গাজিয়াবাদ ইউনিটে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.mhrdnats.gov.in

Official Notification: Click Here

Share it :