Advt. No. 02/2022
Bharatiya Reserve Bank Note Mudran Private Limited invites applications for the following posts.
Post: Dy. Manager (Environmental Engineering), Assistant Manager (Environmental Engineering), Assistant Manager (Civil Engineering), Assistant Manager (Finance & Accounts), Assistant Manager (Security).
Total vacancy: 17. Dy. Manager (Environmental Engineering): 1, Assistant Manager (Environmental Engineering): 1, Assistant Manager (Civil Engineering): 5, Assistant Manager (Finance & Accounts): 6, Assistant Manager (Security): 4.
Eligibility: Post wise different.
Age: Post wise different.
Pay Scale: Post wise different.
Last Date for Submit Application : 8th October, 2022.
………………………………..
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ‘ডেপুটি ম্যানেজার’ ও ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: পোস্ট কোড (১) ডেপুটি ম্যানেজার – এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বরসহ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ বা এনভায়রনমেন্টাল সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ ইঞ্জিনিয়ারিং পাশের পর এনভায়রনমেন্টাল সায়েন্স / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৯,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷
পোস্ট কোড (২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বরসহ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ বা এনভায়রনমেন্টাল সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ ইঞ্জিনিয়ারিং পাশের পর এনভায়রনমেন্টাল সায়েন্স / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
পোস্ট কোড (৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩১ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
পোস্ট কোড (৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষা পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩১ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
পোস্ট কোড (৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিকিউরিট: ইন্ডিয়ান নেভি / ইন্ডিয়ান আর্মি / ইন্ডিয়ান এয়ারফোর্সের টেকনিক্যাল ব্রাঞ্চে জুনিয়র কমিশনড অফিসার পদে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ টেকনিক্যাল ব্রাঞ্চ ছাড়া অন্যান্য ব্রাঞ্চে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে ১০ বছর কাজ করে থাকা প্রার্থীদের টেকনিক্যাল ডিপ্লোমা থাকলে তারাও আবেদন করতে পারবেন৷ বয়স: ৩১ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩১ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.brbnmpl.co.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা ব্যাঙ্কার্স পে অর্ডার / ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ব্যাঙ্কার্স পে অর্ডার / ব্যাঙ্ক ড্রাফট হবে ‘“Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (payable at Bengaluru)’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ইডব্লুএস সার্টিফিকেট (যদি থাকে)৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকযোগের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited, No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road, Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru – 560 029৷ খামের উপর লিখতে হবে‘Application for the post of ………, Post Code …..” vide Advt. No.2/2022৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.brbnmpl.co.in/careers/
Get details: Click Here