Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

3115 APPRENTICES IN EASTERN RAILWAY / পূর্বরেলে ৩১১৫ অ্যাপ্রেন্টিস

Notice No.RRC-ER/Act Apprentices/2022-23

Railway Recruitment Cell, Eastern Railway is inviting applications for-

Posts: Apprentice

Total Vacancy:  3115

Howrah Division – 659

Liluah Division – 612

Jamalpur Division – 667

Sealdah Division – 440

Asansol Division – 412

Malda Division – 138

Kanchrapara Divison – 187

Eligibility: 10th/8th class pass with ITI in relevant trades.

Age limit: 15 to 24 years as on 29/10/2022.

Stipend: As per rules

Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)

Last date of online application: 29/10/2022.

…………………………..

ইস্টার্ন রেলওয়ের ৭টি ডিভিশন / ওয়ার্কশপে ফিটার, ওয়েল্ডার, মেকানিক (মোটর ভেহিকেল), মেকানিক (ডিজেল), কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়্যারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স, টার্নার, মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রিশিয়ান ফিটার, ইলেক্ট মেকানিক, এসি ফিটার, মেকানিক ফিটার, ডিএসএল / ফিটার, ব্ল্যাকস্মিথ, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ডিজেল মেকানিক ট্রেডে ৩১১৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ অক্টোবর, ২০২২-এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যা

ন, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল) ট্রেডের ক্ষেত্রে অষ্টম পাশ ও এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেও আবেদনের যোগ্য৷ বয়স: ২৯ অক্টোবর, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

ডিভিশন / ওয়ার্কশপ অনুযায়ী শূন্যপদের বিন্যাস: (ক) হাওড়া ডিভিশন: মোট শূন্যপদ ৬৫৯ (জেনাঃ ২৬৭, তঃজাঃ ৯৯, তঃউঃজাঃ ৪৯, ওবিসি ১৭৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬৬)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৬টি পদ সংরক্ষিত আছে৷ (১) ফিটার: ২৮১।(২) ওয়েল্ডার: ৬১।(৩) মেকানিক (মোটর ভেহিকেল): ৯৷ (৪) মেকানিক (ডিজেল): ১৭ ৷ (৫) মেশিনিস্ট: ৯৷ (৬) কার্পেন্টার: ৯৷ (৭) পেইন্টার: ৯৷ (৮) লাইনম্যান (জেনারেল): ৯ ৷ (৯) ওয়্যারম্যান: ৯৷ (১০) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৭৷ (১১) ইলেকট্রিশিয়ান: ২২০৷ (১২) মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স: ৯৷

(খ) লিলুয়া ওয়ার্কশপ: মোট শূন্যপদ ৬১২ (জেনাঃ ২৪৯, তঃজাঃ ৯২, তঃউঃজাঃ ৪৫, ওবিসি ১৬৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৮টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৪টি পদ সংরক্ষিত আছে৷ (১) ফিটার: ২৪০।(২) মেশিনিস্ট: ৩৩৷ (৩) টার্নার: ১৫৷ (৪) ওয়েল্ডার: ২০৪৷ (৫) পেইন্টার জেনারেল: ১৫৷ (৬) ইলেকট্রিশিয়ান: ৪৫৷ (৭) ওয়্যারম্যান: ৪৫৷ (৮) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১৫৷

(গ) শিয়ালদহ ডিভিশন: মোট শূন্যপদ ৪৪০ (জেনাঃ ১৭৯, তঃজাঃ ৬৬, তঃউঃজাঃ ৩৩, ওবিসি ১১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৩টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৮টি পদ সংরক্ষিত আছে৷ I) ইলেকট / ইএমইউ — (১) ইলেকট্রিশিয়ান ফিটার: ৪৭৷ II) ইলেকট / জি — (১) ফিটার: ৬০৷ (২) ওয়েল্ডার: ২০। (৩) ওয়্যারম্যান: ৩০। (৪) মেক রেফ অ্যান্ড এসি: ২০। (৫) ইলেক্ট্রিশিয়ান: ৬০। (৬) ইলেক্ট মেকানিক: ১০।  III) মেক./ সি অ্যান্ড ডবলু — (১) ওয়েল্ডার: ২২। (২) মেক ফিটার: ১১৪। IV) মেক./ ডি অ্যান্ড ডিএম — (১) ইলেকট্রিশিয়ান: ৪। (২) ডিএসএল / ফিটার: ৪৷ V) সিভিল ইঞ্জিনিয়ারিং — (১) ম্যাসন: ৭৷ (২) পেইন্টার: ৪। (৩) ফিটার: ৫। (৪) ব্ল্যাকস্মিথ: ১৯। (৫) ওয়েল্ডার: ১৪।

(ঘ) কাঁচরাপাড়া ওয়ার্কশপ: মোট শূন্যপদ ১৮৭ (জেনাঃ ৭৬, তঃজাঃ ২৮, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৫০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৯)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮টি পদ সংরক্ষিত আছে৷ (১) ফিটার: ৬০৷ (২) ওয়েল্ডার: ৩৫৷ (৩) ইলেকট্রিশিয়ান: ৬৬৷ (৪) মেশিনিস্ট: ৬৷ (৫) ওয়্যারম্যান: ৩৷ (৬) কার্পেন্টার: ৮৷ (৭) পেইন্টার: ৯৷

(ঙ) মালদা ডিভিশন: মোট শূন্যপদ ১৩৮ (জেনাঃ ৫৭, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত আছে৷ (১) ইলেকট্রিশিয়ান: ৪০৷ (২) রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৬৷  (৩) ফিটার: ৪৭৷ (৪) ওয়েল্ডার: ৩ ৷ (৫) পেইন্টার: ২ (অসংরক্ষিত)৷ (৬) কার্পেন্টার: ২ (অসংরক্ষিত)৷ (৭) মেকানিক ডিজেল: ৭।

(চ) আসানসোল ডিভিশন: মোট শূন্যপদ ৪১২ (জেনাঃ ১৬৭, তঃজাঃ ৬২, তঃউঃজাঃ ৩০, ওবিসি ১১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪১)। এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১২টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৭টি পদ সংরক্ষিত আছে৷ (১) ফিটার: ১৫১৷ (২) টার্নার: ১৪৷ (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৯৬৷ (৪) ইলেকট্রিশিয়ান: ১১০৷ (৫)  মেকানিক (ডিজেল): ৪১৷

(ছ) জামালপুর ওয়ার্কশপ: মোট শূন্যপদ ৬৬৭ (জেনাঃ ২৬৮, তঃজাঃ ১০০, তঃউঃজাঃ ৫১, ওবিসি ১১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৬টি পদ সংরক্ষিত আছে৷ (১) ফিটার: ২৫১। (২) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ২১৮৷ (৩) মেশিনিস্ট: ৪৭৷ (৪) টার্নার: ৪৭৷ (৫) ইলেকট্রিশিয়ান: ৪২৷ (৬) ডিজেল মেকানিক: ৬২৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.rrcer.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে এবং অষ্টম শ্রেণি ও মাধ্যমিকের মার্কশিট, আইটিআই সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে) পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা  অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে৷ নির্বাচিত প্রার্থীরা রেলওয়ের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

 Official Websitewww.rrcer.com

Official Notification: Click Here

Share it :