Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CLERKS AND ORDERLIES IN DARJEELIN DISTRICT / দার্জিলিং জেলায় ক্লার্ক ও আর্দালি

The Juvenile Justice Board, Darjeeling invites applications for the following posts.

Post:  Bench Clerk, Lower Division Clerk, Orderly.

Total vacancy: 4. Bench Clerk: 1, Lower Division Clerk: 1, Orderly” 2.

Eligibility:  post wise different.

Age: 21 to 40 years (as on 01/01/2022).

Salary: post wise different.

Last Date for Submit Application : 21st October, 2022.

……………………….

দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, আর্দালি পদে চুক্তির ভিত্তিতে ৪ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) বেঞ্চ ক্লার্ক (কোড ০০১): উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,৫০০ টাকা৷

(২) লোয়ার ডিভিশন ক্লার্ক (কোড ০০২): মাধ্যমিক পাশ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,৫০০ টাকা৷

(৩) আর্দালি (কোড ০০৩): অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷

(৪) আর্দালি (কোড ০০৪): অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেwww.darjeeling.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিপত্রগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কম্পিউটার প্রশিক্ষণের প্রমাণপত্র (বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিসন ক্লার্ক পদের জন্য), ২ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি, ডাকটিকিট লাগানো নিজের নাম-ঠিকানা লেখা ২টি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The District Child Protection Officer, District Child Protection Unit, Office of the District Magistrate, Darjeeling, Kutchery Complex, Lebong Cart Road, Darjeeling – 734101৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://darjeeling.gov.in/bn/

Get details: Click Here

 

Share it :