No. MSE/B9-4/XI/2022
Mail Motor Service, Chennai invites applications from eligible candidates for the following post.
Post: Skilled Artisan
Total vacancy: 5
Eligibility: Certificate in trade / Class VIII pass with experience
Age: 18 to 30 years.
Pay Scale: Rs. 19,900 – Rs. 63,200
Last Date for Receipt of Application: 19/10/2022 till 5 pm.
…………………………..
কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীন মেল মোটর সার্ভিস, চেন্নাই এমভি মেকানিক, এমভি ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার, টায়ারম্যান ট্রেডে ৫ জন স্কিলড আর্টিসান নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৯ অক্টোবর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা অষ্টম শ্রেণি পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এমভি মেকানিক পদের বেলায় ভারি মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷
বয়স: ১ জুলাই, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) এমভি মেকানিক (স্কিলড) : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (২) এমভি ইলেক্ট্রিশিয়ান (স্কিলড): ১ (অসংরক্ষিত)৷ (৩) পেইন্টার (স্কিলড): ১ (অসংরক্ষিত)৷ আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৪) টায়ারম্যান (স্কিলড): ১ (তঃজাঃ)৷
বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indiapost.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পোস্টাল অর্ডার বা ইউসিআর-এর মাধ্যমে দরখাস্ত ফি ১০০ টাকা জমা দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত, দরখাস্ত ফি-র রসিদ ও যাবতীয় জরুরী নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে তার উপর “Application for the post of Skilled Artisan in trade …………………” লিখে স্পিডপোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – “The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai- 600006৷’’
প্রার্থী বাছাই পদ্ধতি: ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.indiapost.gov.in
Official Notification: Click Here