Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

12 ASSISTANT TEACHERS IN RAMAKRISHNA MISSION HIGH SCHOOL / রামকৃষ্ণ মিশন হাইস্কুলে ১২ শিক্ষক

Asansol Ramakrishna Mission High School invites applications for the following post.

Post:  Male Assistant Teacher.

Total vacancy: 12.

Eligibility:  Subject wise different.

Age: 21 to 40 years (as on 1/01/2021).

Pay Scale: as per Govt. Rules.

Last Date for Submit Application : 22nd to 29th September and 17th to 22nd October, 2022.

………………………….

আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল ‘অ্যাসিস্ট্যান্ট টিচার’ পদে ১২ জন ছেলে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন)৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্কুলের ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে এবং ওই দরখাস্ত পূরণ করে ২৯ সেপ্টেম্বর,২০২২ এর মধ্যে এবং পুনরায় ১৭ থেকে ২২ অক্টোবর, ২০২২ এর মধ্যে যে কোনো কাজের দিন বেলা ১২টা থেকে ২টোর মধ্যে দরখাস্ত নিজে গিয়ে জমা দিতে হবে৷

বিষয় অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট টিচার – পিওর সায়েন্স (ভ্যাকেন্সি কোড PS-2/UP, আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): পিওর সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷

(২)  অ্যাসিস্ট্যান্ট টিচার – ইংলিশ (ভ্যাকেন্সি কোড ES-2/UP,  আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): ইংলিশে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷

(৩) অ্যাসিস্ট্যান্ট টিচার – সংস্কৃত (ভ্যাকেন্সি কোড SS-1/UP,  আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): সংস্কৃত বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৪) অ্যাসিস্ট্যান্ট টিচার – পিওর সায়েন্স (ভ্যাকেন্সি কোড PS-1/UP,   আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): পিওর সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৫) অ্যাসিস্ট্যান্ট টিচার – হিস্ট্রি (ভ্যাকেন্সি কোড HT-1/UP,   আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): ইতিহাস বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৬) অ্যাসিস্ট্যান্ট টিচার – বেঙ্গলি (ভ্যাকেন্সি কোড BF-2/Grad,   সেকেন্ডারি ক্লাস নাইন টু টেন): বাংলা বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড পাশ হতে হবে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷

(৭) অ্যাসিস্ট্যান্ট টিচার – বেঙ্গলি (ভ্যাকেন্সি কোড BF-3/UP,   আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): বাংলা বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি এ)৷

(৮) অ্যাসিস্ট্যান্ট টিচার – বায়ো সায়েন্স (ভ্যাকেন্সি কোড BS-1/UP,   আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): বায়ো সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৯) অ্যাসিস্ট্যান্ট টিচার – জিয়োগ্রাফি (ভ্যাকেন্সি কোড GR-2/UP,   আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): জিয়োগ্রাফি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷

(১০) অ্যাসিস্ট্যান্ট টিচার – বেঙ্গলি (ভ্যাকেন্সি কোড BF-1/UP,  আপার প্রাইমারি ক্লাস ফাইভ টু এইট): বাংলা বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড / ডি.এল.এড পাশ ও টেট উত্তীর্ণ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১১) অ্যাসিস্ট্যান্ট টিচার – জিয়োগ্রাফি (ভ্যাকেন্সি কোড GR-2/Grad,  সেকেন্ডারি ক্লাস নাইন টু টেন): জিয়োগ্রাফি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড পাশ হতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

বেতনক্রম: সরকারি স্কেল অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.rkmasansol.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৪০০ টাকা) দরখাস্তের সঙ্গে নিজে গিয়ে নগদে জমা দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি জমা দিতে হবে – মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড / ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), আপার প্রাইমারির টেট পাশের সার্টিফিকেট, ২ কপি পাসপোর্ট মাপের ছবি৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -Asansol Ramkrishna Mission High School, Asansol (Bengali Medium), Vivekananda Sarani, P.O. Asansol-5, P.S. Asansol North, Dist.- Paschim Bardhaman৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৫৫ নম্বর), শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা (৩৫ নম্বর), ইন্টারভিউ (৫ নম্বর) ও ক্লাসরুম ডেমনস্ট্রেশনের (৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: http://www.rkmasansol.org/index.php

Get details: Click Here

 

Share it :