Advertisement No.: 06/2020
National Fertilizers Limited is looking for qualified, dynamic and result oriented F&A personnel with initiative for manning the following positions on regular basis for its various Offices / Units / Joint Ventures.
Post : Accounts Assistant
Eligibility : B. Com with 50% marks in aggregate.
Age (As on 30.11.2020) : Minimum – 18 years, Maximum – 30 years.
Total Vacancy : 13 (U.R-11, OBC-2).
Salary :Rs.23000/- – 56500/-.
Online application closing date : 22 January, 2021.
Website: www.nationalfertilizers.com
…………………………………………………………………………………………………………
ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড ‘অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট’ পদে ১৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০% নম্বর সহ বি.কম পাশ হতে হবে৷
বয়স : ৩০ নভেম্বর, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷
শূন্যপদ: ১৩৷ ভাতিণ্ডা ইউনিট ২ (অসংরক্ষিত), পানিপথ ইউনিট ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১), মার্কেটিং ডিভিশন ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১), কর্পোরেট অফিস – নয়ডা ৩ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ২৩,০০০ টাকা থেকে ৫৬,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nationalfertilizers.com ওয়েবসাইটের career ট্যাবে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সহ (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কমিপউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা কেন্দ্রগুলি হল রাঁচি, ভুবনেশ্বর, জম্মু / কাশ্মীর, ভোপাল, চণ্ডিগড়, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, চেন্নই, জয়পুর, আমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, অমরাবতী, গুয়াহাটি ও লক্ষ্ণৌ৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details