Indian Coast Guard Region (North East), Kolkata invites applications for the following post.
Post: Civilian posts
Total Vacancy: 11
Eligibility: 10th/12th/ITI (post-wise different)
Age Limit: post-wise different
Pay Scale: post-wise different
Last Date of Receipt of Application: 28/11/2022
………………………….
হেডকোয়ার্টারস কোস্ট গার্ড রিজিয়ন (নর্থ ইস্ট), কলকাতা সিভিলিয়ান এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), এমটি ফিটার / এমটি মেক, ফর্ক লিফট অপারেটর, স্টোর কিপার গ্রেড-I, কার্পেন্টার (স্কিল্ড), শিট মেটাল ওয়ার্কার (স্কিল্ড), আনস্কিল্ড লেবারার, ইঞ্জিন ড্রাইভার পদে ১১ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিভিলিয়ান এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে হালকা ও ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ২ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছর৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- কলকাতা / হলদিয়া / ভুবনেশ্বর৷
(২) এমটি ফিটার / এমটি (মেক): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও অটোমোবাইল ওয়ার্কশপে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ২৭ বছর৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, জেনাঃ/ তঃজাঃ ১ )৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- ভুবনেশ্বর৷
(৩) আনস্কিল্ড লেবারার: মাধ্যমিক বা সমতুল পাশ অথবা আইটিআই পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছর৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: ১৮,০০০ টাকা৷ নিয়োগ হবে- কলকাতা৷
(৪) ইঞ্জিন ড্রাইভার: ইঞ্জিন ড্রাইভারের সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছর৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: ২৫,৫০০ টাকা৷ নিয়োগ হবে- হলদিয়া৷
(৫) ফর্ক লিফট অপারেটর: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা আইটিআই ট্রেনিং-এর সুযোগ না থাকলে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ মাধ্যমিক পাশ হলে ও ইংরাজির জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ২৭ বছর৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- ভুবনেশ্বর৷
(৬) স্টোর কিপার গ্রেড-I: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কমার্স / ইকোনমিক্স / স্ট্যাটিসটিক্স / বিজনেস স্টাডিজ / পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছর৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- ভুবনেশ্বর৷
(৭) কার্পেন্টার (স্কিল্ড): সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মাধ্যমিক পাশ হলে ও ইংরেজির প্রাথমিক জ্ঞান থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ১৮ থেকে ৩০ বছর৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- পারাদ্বীপ৷
(৮) শিট মেটাল ওয়ার্কার (স্কিল্ড): সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ২৭ বছর৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে- পারাদ্বীপ৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.indiancoastguard.gov.in ওয়েবসাইট-এ প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.indiancoastguard.gov.in
Official Notification: Click Here