Online applications are invited from eligible candidates for the following.
Post: Ophthalmic Assistant
Total vacancy: 4
Eligibility: HS, Diploma
Age: 18 to 40 years (as on 01/01/2022).
Salary: Rs. 18,000
Last Date of Online Application: 9/11/2022
……………………………………………………
মুর্শিদাবাদে জেলা স্বাস্থ্য বিভাগ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে ৪ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও ২ বছরের প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা অপ্টোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পরে সংশ্লিষ্ট ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ১ বছরের ট্রেনিং পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ রিজিয়নাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি ও অন্যান্য সরকারি হাসপাতাল থেকে সরকার প্রদত্ত স্টাইপেন্ড নিয়ে পাশ করলেও অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ নথিপত্র যাচাইয়ের তারিখ ১১ নভেম্বর, ২০২২৷ ইন্টারভিউ হবে ১৮ নভেম্বর, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: Click Here