Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

THE PRINCIPAL CHIEF COMMISSIONER OF INCOME-TAX – SPORTS QUOTA RECRUITMENT / আয়কর দপ্তরে ৩৮ দক্ষ খেলোয়াড়

SPORTS QUOTA RECRUITMENT – 2020-21

Applications are invited from meritorious sports persons who have represented the Country / State / All India Inter University tournaments (organized under the aegis of Association of Indian Universities) /National School Games/National Physical Efficiency/drive for appointment to the following posts under sports quota:

Post: Inspector of Income-tax, Tax Assistant, Multi-Tasking Staff.

Eligibility: (1) Inspector of Income-tax :Minimum of a Bachelor’s Degree from a recognized University or its equivalent.

(2) Tax Assistant :Minimum of a Bachelor’s Degree from a recognized University or its equivalent.

(3) Multi-Tasking Staff :Minimum of a pass in Matriculation or its equivalent.

Age(As on 01.04.2020):18 – 25 years.

Total Vacancy:38.

Salary: (1) Inspector of Income-tax : 9300-34800 + Grade pay 4600 (PB-2).

(2) Tax Assistant :5200-20200 + Grade pay 2400 (PB-l).

(3) Multi-Tasking Staff :5200-20200 + Grade pay 1800 (PB-1).

Online application closing date :17th January 2021 (23.59 Hrs.)

Website: https://tnincometax.gov.in/

…………………………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩৮ জন দক্ষ খেলোয়াড় নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ জানুয়ারি, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ১২৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ : ১৬৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৩) মাল্টি টাস্কিং স্টাফ : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৮০০ টাকা৷

বয়স : সব পদের বেলায় প্রার্থীদের বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২০-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৫ বছর, তঃজাঃ/তঃউঃজাঃ প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷

২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে নিম্নলিখিত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদনের যোগ্য —(ক) ওলিম্পক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অ্যাফ্রো-এশিয়ান গেমস, সাফ গেমস-এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতা৷

(খ) ন্যাশনাল গেমস, ন্যাশনাল ফেডারেশন গেমস, ন্যাশনাল জুনিয়র গেমসের মত জাতীয় প্রতিযোগিতা৷

(গ) আন্তঃ-বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা৷

(ঘ) ন্যাশনাল সুকল গেমস৷

(ঙ) ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি / ড্রাইভ সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য৷

যে সব খেলার প্রতিযোগীরা আবেদন করতে পারবেন সেগুলি হল -অ্যাথলেটিক্স : পুরুষ ৪, মহিলা ২৷ বাস্কেটবল : পুরুষ ৩৷ ক্রিকেট : পুরুষ ৩৷ ফুটবল : পুরুষ ৪৷ হকি : পুরুষ ৫৷ কবাডি : পুরুষ ৪৷ ভলিবল : পুরুষ ৫৷ টেবিল টেনিস : মহিলা :১৷ শাটল ব্যাডমিন্টন : পুরুষ ১৷ ক্যারাম : পুরুষ ১, মহিলা ১৷ কন্ট্রাক্ট ব্রিজ : পুরুষ ২৷ লন টেনিস : ১৷ বডি বিল্ডিং : পুরুষ ১৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.tnincometax.gov.in ওয়েবসাইটে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ একজন প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক দরখাস্ত করলে তা বাতিল করে দেওয়া হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই দু’টি ওয়েবসাইট www.incometaxindia.gov.in, www.tnincometax.gov.in৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :