Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

127 SCIENTISTS IN NIC / ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে ১২৭ সায়েন্টিস্ট

Advt. no. NIELIT/NIC/2022/2

National Informatics Centre (NIC) invites online applications for the following posts.

Post: Scientist-C, Scientist-D, Scientist-E, Scientist-F.

Total vacancy: 127. Scientist-C: 112, Scientist-D: 12, Scientist-E: 1, Scientist-F: 2.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 21st November, 2022 till 10 am.

……………………………

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট ডি, সায়েন্টিস্ট ই, সায়েন্টিস্ট এফপদে ১২৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২২ সকাল সাড়ে ১০টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিস্ট সি: নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক / এম.এসসি / এম.ফিল পাশ হতে হবে – ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ইনফরমেটিক্স, কম্পিউটার ম্যানেজমেন্ট, সাইবার ল, বায়ো ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিআইএস, জিয়োগ্রাফি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অপারেশনস রিসার্চ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুয়িস্টিক, ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন৷ ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ করা অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স / গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স-এর অ্যাসোসিয়েট মেম্বার অথবা এমসিএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর রিসার্চ বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১২ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ৩০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷

(২) সায়েন্টিস্ট ডি: নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক / এম.এসসি / এম.ফিল পাশ হতে হবে – ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ইনফরমেটিক্স, কম্পিউটার ম্যানেজমেন্ট, সাইবার ল, বায়ো ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিআইএস, জিয়োগ্রাফি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অপারেশনস রিসার্চ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুয়িস্টিক, ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন৷ ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ করা অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স / গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স-এর অ্যাসোসিয়েট মেম্বার অথবা এমসিএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর রিসার্চ বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷

(৩) সায়েন্টিস্ট ই: নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক / এম.এসসি / এম.ফিল পাশ হতে হবে – ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ইনফরমেটিক্স, কম্পিউটার ম্যানেজমেন্ট, সাইবার ল, বায়ো ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিআইএস, জিয়োগ্রাফি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অপারেশনস রিসার্চ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুয়িস্টিক, ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন৷ ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ করা অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স / গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স-এর অ্যাসোসিয়েট মেম্বার অথবা এমসিএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর রিসার্চ বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা৷

(৪) সায়েন্টিস্ট এফ: নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক / এম.এসসি / এম.ফিল পাশ হতে হবে – ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, মেটিরিয়াল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ইনফরমেটিক্স, কম্পিউটার ম্যানেজমেন্ট, সাইবার ল, বায়ো ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিআইএস, জিয়োগ্রাফি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অপারেশনস রিসার্চ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুয়িস্টিক, ইনফরমেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন৷ ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাশ করা অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স / গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স-এর অ্যাসোসিয়েট মেম্বার অথবা এমসিএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর রিসার্চ বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে ১৮ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ প্রার্থীর উচ্চমানের প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে৷ বয়স: ২১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১,৩১,১০০ টাকা থেকে ২,১৬,৬০০ টাকা৷

উল্লিখিত সব পদের জন্যই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি :  অনলাইে দরখাস্ত করতে হবে https://www.calicut.nielit.in/nic21 ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই জেপিজি ৫০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ একাধিক পদে দরখাস্তের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.calicut.nielit.in/nic21/

Get details: Click Here

 

 

Share it :