Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

275 TRADE APPRENTICES IN NAVAL DOCKYARD VISAKHAPATNAM / ন্যাভাল ডকইয়ার্ডে ২৭৫ ট্রেড অ্যাপ্রেন্টিস

Adv. No: DAS (V) / 01 / 22

Naval Dockyard, Visakhapatnam invites applications for the following post.

Post: Trade Apprentice

Total Vacancy:  275

Eligibility: Candidates who have scored above 50% marks in Matriculation or equivalent and above 65% marks in the relevant ITI trade recognized by National / State Council for Vocational Training (NCVT / SCVT).

Age Limit: Born on or before 02 May 2009

Training Period: 1 year

Stipend: As per rule.

Last Date of Online Application: 2/1/2023

Last Date of Receipt of Application: 9/1/2023

……………………………

ন্যাভাল ডকইয়ার্ড, বিশাখাপত্তনম ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, শিট মেটাল ওয়ার্কার, কার্পেন্টার, মেকানিক ডিজেল, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, আর অ্যান্ড এসি মেকানিক, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, ফাউন্ড্রিম্যান ট্রেডে ২৭৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে এবং প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ৯ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে মোট ৬৫ শতাংশ নম্বরসহ এনসিভিটি / এসসিভিটি আইটিআই পাশ হতে হবে৷ বয়স: জন্মতারিখ হতে হবে ২ মে, ২০০৯ বা তার আগে৷ শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৩৭ সেমি ও ওজন কমপক্ষে ২৫.৪ কেজি হতে হবে৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ইলেকট্রনিক্স মেকানিক: ৩৬ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫,  তঃউঃজাঃ ২, ওবিসি ১০)৷ (২) ফিটার: ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫,  তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷ (৩) শিট মেটাল ওয়ার্কার: ৩৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫,  তঃউঃজাঃ ২, ওবিসি ৯)৷ (৪) কার্পেন্টার: ২৭ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪,  তঃউঃজাঃ ২, ওবিসি ৭)৷ (৫) মেকানিক ডিজেল: ২৩ (জেনাঃ ১২, তঃজাঃ ৩,  তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (৬) পাইপ ফিটার: ২৩ (জেনাঃ ১২, তঃজাঃ ৩,  তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ (৭) ইলেকট্রিশিয়ান: ২১ (জেনাঃ ১১, তঃজাঃ ৩,  তঃউঃজাঃ ১, ওবিসি ৬)৷ (৮) আর অ্যান্ড এসি মেকানিক: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২,  তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (৯) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ (১০) মেশিনিস্ট: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১১) পেইন্টার (জেনারেল): ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১২) ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১,  তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১৩) মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১,  তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ (১৪) ফাউন্ড্রিম্যান: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷

ট্রেনিং পিরিয়ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রদান করা হবে৷

স্টাইপেন্ড: নির্দিষ্ট আইন অনুযায়ী প্রার্থীদের স্টাইপেন্ড প্রদান করা হবে৷

আবেদন করার পদ্ধতি: প্রার্থীদের প্রথমে www.apprenticeshipindia.org ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশ অনুযায়ী নাম নথিভুক্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্রেন্টিস প্রোফাইলের ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে নির্দেশ অনুসারে জরুরী সমস্ত নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় -“The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam – 530 014, Andhra Pradesh”৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা (২৮ ফেব্রুয়ারি, ২০২৩), ইন্টারভিউ (৬-১০ মার্চ, ২০২৩) ও ডাক্তারি পরীক্ষার (১৬-২৮ মার্চ, ২০২৩) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২ মে, ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.indiannavy.nic.in

Official notification: Click Here

Share it :