Vacancy Advertisement No. 232
Applications are invited for recruitment of following manpower purely on contract basis for Deployment at The Marine Products Export Development Authority MPEDA, House QC Lab/ELISA Lab, at Kochi, Bhubaneshwar, Haroa (WB), Porbandar (Gujarat).
Post: Analyst, Sample Collector.
Total vacancy: 11. Analyst: 8, Sample Collector: 3.
Eligibility: post wise different.
Age: within 28 years.
Salary: post wise different.
Last Date of Online Application: 21st December, 2022.
…………………………………
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অ্যানালিস্ট ও স্যাম্পল কালেক্টর পদে ১ বছরের চুক্তির ভিত্তিতে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত ই-মেল করতে হবে ২১ ডিসেম্বর, ২০২২ এই মেল আইডি’তে rohrblr@becil.com৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যানালিস্ট: কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / বায়ো কেমিস্ট্রি / বায়োটেকনোলজি / ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (হাড়োয়া ১, কোচি ৪, ভুবনেশ্বর ২, পোরবন্দর ১)৷ নিয়োগ হবে কোচি, ভুবনেশ্বর, হাড়োয়া (পশ্চিমবঙ্গ) ও পোরবন্দরের কিউসি / এলিসা ল্যাবরেটরিতে৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(২) স্যাম্পল কালেক্টর: বি.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (হাড়োয়া ১, কোচি ১, ভুবনেশ্বর ১)৷ নিয়োগ হবে কোচি, ভুবনেশ্বর, হাড়োয়ার (পশ্চিমবঙ্গ) কিউসি / এলিসা ল্যাবরেটরিতে৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.becil.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫৯৫ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২৯৫ টাকা) অনলাইনে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে – BECIL. BANK: UNION BANK OF INDIA ACCOUNT NO: 510331001272052, IFSC CODE: UBIN0905828৷ ফি জমা দেবার পর তার একটি স্ক্রিনশট নিয়ে প্রিন্টআউট করে নেবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তাতে সই করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র ও পেমেন্টের স্ক্রিনশট স্ক্যান করে মেল করে দিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/vacancies
Get details: Click Here