Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

11 ANALYSTS AND SAMPLE COLLECTORS IN BECIL / বেসিলে ১১ কর্মী

Vacancy Advertisement No. 232

Applications are invited for recruitment of following manpower purely on contract basis for Deployment at The Marine Products Export Development Authority MPEDA, House QC Lab/ELISA Lab, at Kochi, Bhubaneshwar, Haroa (WB), Porbandar (Gujarat).

Post: Analyst, Sample Collector.

Total vacancy: 11. Analyst: 8, Sample Collector: 3.

Eligibility: post wise different.

Age: within 28 years.

Salary: post wise different.

Last Date of Online Application: 21st December, 2022.

…………………………………

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অ্যানালিস্ট ও স্যাম্পল কালেক্টর পদে ১ বছরের চুক্তির ভিত্তিতে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত ই-মেল করতে হবে ২১ ডিসেম্বর, ২০২২ এই মেল আইডি’তে rohrblr@becil.com৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যানালিস্ট: কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / বায়ো কেমিস্ট্রি / বায়োটেকনোলজি / ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (হাড়োয়া ১, কোচি ৪, ভুবনেশ্বর ২, পোরবন্দর ১)৷ নিয়োগ হবে কোচি, ভুবনেশ্বর, হাড়োয়া (পশ্চিমবঙ্গ) ও পোরবন্দরের কিউসি / এলিসা ল্যাবরেটরিতে৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(২) স্যাম্পল কালেক্টর: বি.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (হাড়োয়া ১, কোচি ১, ভুবনেশ্বর ১)৷ নিয়োগ হবে কোচি, ভুবনেশ্বর, হাড়োয়ার (পশ্চিমবঙ্গ) কিউসি / এলিসা ল্যাবরেটরিতে৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.becil.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫৯৫ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২৯৫ টাকা) অনলাইনে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে – BECIL. BANK: UNION BANK OF INDIA ACCOUNT NO: 510331001272052, IFSC CODE: UBIN0905828৷ ফি জমা দেবার পর তার একটি স্ক্রিনশট নিয়ে প্রিন্টআউট করে নেবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তাতে সই করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র ও পেমেন্টের স্ক্রিনশট স্ক্যান করে মেল করে দিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.becil.com/vacancies

Get detailsClick Here

 

Share it :