Air force School, Barrackpore invites applications for the following posts.
Post: PGT, TGT, PRT, NTT, MTS, Special Educator.
Eligibility: post wise different.
Age: post wise different.
Last Date for Submit Application : 7th January, 2023.
…………………….
এয়ারফোর্স স্কুল, ব্যারাকপুর নার্সারি ট্রেন্ড টিচার, প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেটর, হেল্পার (এমটিএস) পদে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ দুপুর ২টোর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্সারি ট্রেন্ড টিচার (এনটিটি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নার্সারি টিচার ট্রেনিং ডিপ্লোমা অথবা নার্সারি / মন্তেসরি / প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং ডিপ্লোমা অথবা এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে৷ কম্পিউটার ও হিন্দি জানা থাকলে ভালো হয়৷ আর্ট, ক্রাফট, কার্টুন, ক্যারিকেচার, পাপেট মেকিং, মিউজিক, ডান্স প্রভৃতি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে (মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
(২) প্রাইমারি টিচার (পিআরটি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বি.এড পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে৷ কম্পিউটার ও হিন্দি জানা থাকলে ভালো হয়৷ সিটেট / এসটেট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জুলাই, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে (মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
(৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিষয় এবং মোট নম্বরের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ ইংরেজি, হিন্দি, সায়েন্স, গেমস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে৷ বি.এড পাশ হতে হবে (টিজিটি গেমস টিচার পদের বেলায় আবশ্যক নয়)৷ প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে৷ কম্পিউটার ও হিন্দি জানা থাকলে ভালো হয়৷ সিটেট / এসটেট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জুলাই, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে (মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
(৪ পোস্ট গ্র্যাজুয়েট টিচার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট বিষয় এবং মোট নম্বরের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক৷ ইংরেজি, হিন্দি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিয়োগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে৷ বি.এড পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় লিখতে, পড়তে ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে৷ কম্পিউটার ও হিন্দি জানা থাকলে ভালো হয়৷ সিটেট / এসটেট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জুলাই, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে (মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
(৫) স্পেশাল এডুকেটর: নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে – গ্র্যাজুয়েট সঙ্গে বি.এড (স্পেশাল এডুকেটর) পাশ হতে হবে, বি.এড (জেনারেল) সঙ্গে স্পেশাল এডুকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, বি.এড (জেনারেল) সঙ্গে স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, বি.এড (জেনারেল) সঙ্গে পিজিপিডি (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে, বি.এড (স্পেশাল এডুকেশন) সঙ্গে পিজিপিসি (স্পেশাল এডুকেশন) পাশ হতে হবে, স্পেশাল এডুকেশনে (মেন্টাল রিট্রাডেশন) পিজি ডিপ্লোমা পাশ হতে হবে, স্পেশাল এডুকেশনে (মাল্টিপল ডিজএবিলিটিস: ফিজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল) পিজি ডিপ্লোমা পাশ হতে হবে, স্পেশাল এডুকেশনে (লোকোমোটর ইমপেয়ারমেন্ট অ্যান্ড সেরিব্রাল পালসি) পিজি ডিপ্লোমা পাশ হতে হবে, সেকেন্ডারি লেভেল টিচার ট্রেনিং কোর্স ইন ভিজ্যুয়াল ইমপেয়ারমেন্ট পাশ হতে হবে, সিনিয়র ডিপ্লোমা ইন টিচিং দ্য ডেফ পাশ হতে হবে৷
(৬) হেল্পার (এমটিএস): হিন্দি / ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.afsbkp.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিজের সম্পূর্ণ বায়োডেটা ও আনুষঙ্গিক নথিপত্র একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -To The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin – 743122৷খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.afsbkp.in/
Get details: Click Here