NTRO Aviator-II and Technical Assistant Examination-2022
The National Institute of Electronics & Information Technology invites online applications for the following posts.
Post: Aviator-II, Technical Assistant.
Total vacancy: 182. Aviator-II: 22, Technical Assistant: 160.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 31st December, 2022 10 am to 21st January, 2023 till 5 pm.
………………………….
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাভিয়েটর-টু পদে ১৮২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (নেলিট)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ সকাল ১০টা থেকে ২১ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: (ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরশেন টেকনোলজি: কম্পিউটার সায়েন্স / কম্পিউটারস / ইনফরমেশন টেকনোলজি / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / ইনফরমেশন সায়েন্স / বিগ ডেটা অ্যানালিটিক্স / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / জিও-ইনফরমেটিক্স / সাইবার সিকিউরিটি / জিয়োমেটিক্স / জিয়োস্প্যাটিয়াল ইনফরমেশন সিস্টেম / ইনফরমেশন সিকিউরিটি / মেকানিক্যাল / রিমোট সেন্সিং / ডিপ লার্নিং / রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন / স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি পাশ অথবা কম্পিউটার সায়েন্স / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / সফটওয়্যার সিস্টেম / কম্পিউটার টেকনোলজি/ ডেটা সায়েন্স / বিগ ডেটা অ্যানালিটিক্স / ইনফরমেশন টেকনোলজি / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং / ইনফরমেশন সায়েন্স / ডেটা সায়েন্স অ্যান্ড স্প্যাটিয়াল অ্যানালিটিক্স / জিও-ইনফরমেটিক্স / সাইবার সিকিউরিটি / জিয়োমেটিক্স / জিয়োস্প্যাটিয়াল ইনফরমেশন সিস্টেম / ইনফরমেশন সিকিউরিটি / ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং/ ইনফরমেটিক্স / ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স / রিমোট সেন্সিং বিষয়ে এম.এসসিপাশ হতে হবে৷ শূন্যপদ: ৮১ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৫, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ (খ) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (অ্যাভিয়নিক্স) / টেলিকমিউনিকেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স (মাইক্রোওয়েভ) / পাওয়ার ইলেকট্রনিক্স / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল মেকাট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন / স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি পাশ অথবা ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / পাওয়ার ইলেকট্রনিক্স / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স / ম্যাথমেটিক্স / অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স / ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং/ ইনফরমেটিক্স / ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স বিষয়ে এম.এসসিপাশ হতে হবে৷ শূন্যপদ: ৭৯ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(২) অ্যাভিয়েটর-টু: ইলেকট্রনিক্স / কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (অ্যাভিয়নিক্স) / টেলিকমিউনিকেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স (মাইক্রোওয়েভ) / পাওয়ার ইলেকট্রনিক্স / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স / কম্পিউটার সায়েন্স / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল মেকাট্রনিক্স / কম্পিউটারস / ইনফরমেশন টেকনোলজি / অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং / এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন / ইনস্ট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / মেকাট্রনিক্স বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / পাওয়ার ইলেকট্রনিক্স / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স / ম্যাথমেটিক্স / অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স / ম্যাথমেটিক্স ্যন্ড কম্পিউটিং/ ইনফরমেটিক্স / ফিজিক্স / অ্যাপ্লায়েড ফিজিক্স বিষয়ে এম.এসসিপাশ হতে হবে৷ এয়ার উইংয়ের এনসিসি সি সার্টিফিকেট থাকলে এবং অ্যাভিয়েশন অপারেশন / অ্যারো মডেলিং / জিআইএস -এর কোনো কোর্স করা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://recruit-ndl.nielit.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ থেকে ১৫০ কেবি সাইজ) ও সই (২০ থেকে ৫০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ntro.gov.in
Get details: Click Here