Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Murshidabad District Health and Family Welfare Association – Recruitment of 44 health workers/ মুর্শিদাবাদ জেলায় ৪৪ স্বাস্থ্যকর্মী

Memo No. CM/DH&FWS 510

Candidates are request to attend the walk-in-interview along with application format, all original documents & photocopy of the testimonials for the contractual engagement under NHM.

Post: Medical Officer for NRHM & NUHM, Staff Nurse (Female) under NUHM, Staff Nurse (Female) under Thalassaemia Control Programme, Laboratory Technician under Thalassaemia Control Programme, Senior Treatment Supervisor under NTEP, Senior Tuberculosis Laboratory Supervisor under NTEP, Tuberculosis Health Visitor under NTEP.

Eligibility: Post Wise Different.

Age (As on 01.01.2021): (i) Medical Officer for NRHM & NUHM : Up to 65 yrs.

(ii) Staff Nurse (Female) under NUHM : Up to 62 yrs.

(iii) Staff Nurse (Female) under Thalassaemia Control Programme : Up to 40 yrs.

(iv) Laboratory Technician under Thalassaemia Control Programme : Up to 40 yrs.

(v) Senior Treatment Supervisor under NTEP : Up to 40 yrs.

(vi) Senior Tuberculosis Laboratory Supervisor under NTEP : Up to 40 yrs.

(vii) Tuberculosis Health Visitor under NTEP : Up to 40 yrs.

Total Vacancy: 44.

Salary: Post Wise Different.

Interview date: 28 January, 2021.

Website: https://www.wbhealth.gov.in/

…………………………………………………………………….

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মেডিক্যাল অফিসার, স্টাফ  নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে ৪৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ২৮ জানুয়ারি, ২০২১ সকাল ১১টায় এই স্থানে -CMOH Office, 14, Cantonment Road, Berhampore, Murshidabad৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) মেডিক্যাল অফিসার (এনআরএইচএম ও এনইউএইচএম প্রকল্প) : এমবিবিএম পাশ ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : এনআরএইচএম ২১, এনইউএইচএম ৮৷ এককালীন বেতন : প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(২) স্টাফ  নার্স (এনইউএইচএম) : জিএনএম পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট থাকতে হবে৷ স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১)৷ শুধুমাত্র মহিলারা আবেদন করবেন৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) স্টাফ  নার্স (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম) : জিএনএম পাশ ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট থাকতে হবে৷ স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ শুধুমাত্র মহিলারা আবেদন করবেন৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৪) ল্যাবরেটরি টেকনিশিয়ান (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম) : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৫) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর (এনটিইপ) : কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স করে থাকা প্রার্থীরা সোশ্যাল ওয়ার্ক / মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক / মাল্টি-পারপাস হেলথ ওয়ার্কারের কোর্স করে থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৬) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর (এনটিইপি) : কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (বিজ্ঞান শাখায়) ও গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৭) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (এনটিইপি) : কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷  কম্পিউটার প্রশিক্ষণে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর / মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার / স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন : প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুসঙ্গিক নথিপত্র নিয়ে ইন্টারভউয়ে দিন সকাল ১১টার মধ্যে পৌঁছতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :